সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ , উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগl তোলপাড় রাজনৈতিক মহলে। সোশ্যাল মিডিয়ায় লাগাতার আক্রমণের মুখে বাম - নেতা। 'এর বেলা জাস্টিস চাওয়া হবে না ?' প্রশ্ন তুলেছেন অনেকেই। ইতিমধ্যেই প্রবীণ নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল। সাসপেন্ড করা হয়েছে তাঁকে। পুলিশের খাতায় অভিযোগ উঠেছে। কিন্তু অভিযোগ কি সত্যি ? কী বলছে সিপিএম? কী বলছেন তন্ময় নিজে ? 


তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের এই অভিযোগ, জনমানসে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, বলে মনে করছে সিপিএম। কিন্তু তন্ময় এই অভিযোগ মানছেন না। বরং মহিলার দিকেই পাল্টা আঙুল তুলেছেন বাম নেতা। তাঁর বিরুদ্ধে ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তপ্রয়োগ করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৫-এর ২ ধারা ।  বরানগর থানায় দায়ের হয়েছে মামলা। কিছুদিন আগে এই বরানগর থেকেই প্রার্থী হয়েছিলেন তন্ময়। 


মহিলা সাংবাদিকের অভিযোগ শুনে তন্ময় প্রশ্ন তুলেছেন মহিলার ফেসবুক লাইভ করা নিয়ে । তিনি প্রশ্ন তুলেছেন, তিনি কেন আগেই তাঁর সংস্থার কর্মকর্তাদের জানালেন না ? কেন পার্টির কাছে অভিযোগ করলেন না ? কেনই বা সরাসরি ফেসবুক লাইভ করলেন ! সেই সঙ্গে কুণাল ঘোষ সেটাকে ট্যাগ করে, লালবাজারকে ট্যাগ করে, পোস্ট করলেন অভিযোগকারিণী, সেই প্রশ্ন তুলেছেন তন্ময়।  


তিনি আরও বলেন, 'বহুদিন ধরে চিনি। আমি বলছি তো, ও অন্তত ১৫ বার আমার বাড়িতে এসেছে ইন্টারভিউ নিতে। আমি কি পাগল, নাকি আমি উন্মাদ। আমার খেয়ে দেয়ে কাজ নেই, একজন সাংবাদিক আমার ইন্টারভিউ নিতে এসেছে, আমি গিয়ে তাঁর কোলে বসে পড়ব?' 


তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে তাঁর দল। মেয়েটির অভিযোগ, 'প্রত্যেকবার এরকম করেন.... কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি আমার কোলে বসে পড়েন।'  


সারা রাজ্য যেখানে নারী নির্যাতনের বিরুদ্ধে উত্তাল, আর জি করের ঘটনার বিরুদ্ধে আগাগোড়া সরব তাঁর দল, সেখানে এক মহিলা সাংবাদিকের এমন অভিযোগ নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলেছে বাম শিবিরকে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে