মনোজ বন্দ্য়োপাধ্যায় ও প্রসূন চক্রবর্তী, অন্ডাল: সৌজন্য়ের রাজনীতির নজির পশ্চিম বর্ধমানের অন্ডালে (Andal CPM Party Office)। নিজে দাঁড়িয়ে থেকে সিপিএমের বন্ধ পার্টি অফিস খোলালেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী (TMC District President)। সঙ্গে ছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। যা নিয়ে সিপিএমকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে সিপিএমও।
দুই জেলা, দুই ছবি...
শুক্রবার সন্ধেয় যখন মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে ধুন্ধুমার চলছে, তখন পশ্চিম বর্ধমানের অন্ডালে দেখা গেল অন্যরকম ছবি। সিপিএমের বন্ধ পার্টি অফিস
খোলানোর বন্দোবস্ত করলেন জেলা তৃণমূলের সভাপতি! গত ৮ জুলাই, পঞ্চায়েত ভোটের দিন, অন্ডালের কাজোরা মোড়ে সিপিএমের এই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন তৃণমূলের কর্মীরা। তারপর ২ মাস ধরে বন্ধই ছিল সিপিএমের এই পার্টি অফিস। গত শুক্রবার সন্ধেয় আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে সঙ্গে নিয়ে গিয়ে সিপিএমের বন্ধ পার্টি অফিস খুলে দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজ্য-রাজনীতিতে তৃণমূল ও সিপিএমের চরম আকচা-আকচির মধ্যেই ধরা পড়ল এই নিখাদ সৌজন্য।
কী বলছেন তৃণমূল জেলা সভাপতি?
নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, 'বংশদা কলেজে আমার সিনিয়র ছিলেন। বংশদা একদিন আমাকে ফোন করলেন যে কাজোরার পার্টি অফিসটা বন্ধ আছে। এটা আমরা খুলতে পারছি না। পরে খোঁজখবর নিয়ে জানলাম পঞ্চায়েত ভোটের দিন সিপিএমের বহিরাগত আমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছিল। আমাদের ছেলেরাও পাল্টা চড়াও হয় ওদের পার্টি অফিসে। যদি বলি খুলে দিন আর তার পর কেউ ঝামেলা করে... তাই আমি নিজে গেলাম।' অন্ডালে পার্টি অফিস খোলা নিয়ে তৃণমূল ও সিপিএমের মধ্যে এই সৌজন্যের ছবিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
প্রতিক্রিয়া বিজেপির...
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য়, '২০১১-র পর থেকে যে সিপিএম কর্মীদের হত্য়া করা হল, তাঁদের ঘরবাড়ি লুঠ করা হল, তাঁদের মিথ্য়া মামলায় ফাঁসানো হল। তাঁদেরই নেতারা এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে কোলাকুলি করছে. ফিসফ্রাই খাচ্ছে। ...ভোট কেটে তৃণমূলকে কীভাবে সাহয্য় করা যায় সেই চেষ্টা করছে। সিপিএম মানে তৃণমূলের বি টিম।' বিজেপিকে রুখতে জাতীয় রাজনীতির মঞ্চে একসঙ্গে এসেছে তৃণমূল, কংগ্রেস ও সিপিএম। যদিও বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের অবস্থান বজায় রেখেছে সিপিএম ও কংগ্রেস। এই আবহেই অন্ডালে তৃণমূলে-র জেলা সভাপতির উদ্যোগে সিপিএমের তালাবন্ধ পার্টি অফিস খুলে দেওয়ার ছবিটা নিঃসন্দেহে রাজনৈতিক উত্তাপের মধ্যেও যেন একঝলক দখিনা বাতাস।
আরও পড়ুন:দিল্লি ডিক্লারেশনে সিলমোহর, উঠল যুদ্ধের প্রসঙ্গ, জি ২০ ঘিরে বিশ্বের নজর ভারতে