KMC Election Result 2021: সিপিএমও লুঠপাট করত, কিন্তু বিরোধীদের জায়গা দিত, ফিরহাদকে আক্রমণ আইনজীবীর

KMC Election Result 2021: স্বপন বলেন, “১৯৯০ সালে ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে দায়িত্বে ছিলাম। দেখলাম থানার ওসি গাড়িতে চেপে যাচ্ছেন। পিছনে বোমা ছুড়তে ছুড়তে এগোচ্ছেন তৃণমূলের লোকেরা।”

Continues below advertisement

কলকাতা: পুরভোটে (KMC Election 2021) ব্যাপক হিংসার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। কিন্তু যুগ যুগ ধরে এমনই চলে আসছে বলে মন্তব্য আইনীবী স্বপন দাস। সিপিএম (CPM) এবং তৃণমূলকে (TMC) এক আসনে বসালেন তিনি। তাঁর কথায়, ভোটের বাজারে একসময় সিপিএমও লুঠপাট করত। ফারাক শুধু এই টুকু যে সিপিএম কিছু আসন ছেড়ে দিত বিরোধীদের। তৃণমূল তা-ও ছাড়ছে না।

Continues below advertisement

এবিপি আনন্দ আয়োজিত ‘যুক্তি-তক্কো’ অনুষ্ঠানে কলকাতা পুরসভার ভাবী মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) সামনেই পুরভোটের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন স্বপন। তিনি বলেন, “১৯৮৫ সাল থেকে পুরভোট দেখছি। নির্বাচন পরিচালনাও করেছি আমি। কিন্তু এমন পুরভোট আগে দেখিনি।”

স্বপন বলেন, “১৯৯০ সালে ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে দায়িত্বে ছিলাম। দেখলাম থানার ওসি গাড়িতে চেপে যাচ্ছেন। পিছনে বোমা ছুড়তে ছুড়তে এগোচ্ছেন তৃণমূলের লোকেরা। দেখে মনে হল, ওসি যেন বলছেন, ‘যা করার করে নাও। আমি আছি’।”

আরও পড়ুন: Babul Supriyo Updates: পাঁচ উইকেট পড়ল বলে, 'নিজগুণে'ই ভাঙন বিজেপি-তে, কটাক্ষ বাবুলের

স্বপনের দাবি, ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে কখনওই জেতা সম্ভব ছিল না সিপিএম-এর। তা সত্ত্বেও বাচ্চু দত্ত ওরফে প্রত্যূষ দত্ত সেখানে জিতেছিলেন। যাদবপুর, বেহালা, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, তিলজলায় বিরোধীদের দেখাই পাওয়া যেত না।

একই সঙ্গে সিপিএম এবং তৃণমূলের মধ্যে তখন থেকেই বোঝাপড়া ছিল বলেও অভিযোগ করেন স্বপন। তাঁর দাবি, ওই সময়ও শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা নির্বাচন জিততেন। আসলে সিপিএম-ই ওঁদের জিততে দিতেন। লুঠপাট, ছাপ্পাভোট, বোমাবাজি যেমন করত সিপিএম, তেমন বিরোধীদের জেতার সুযোগও করে দিত। কারণ গণতন্ত্রে বিরোধী থাকা দরকার। এ বারেই বরং সাংঘাতিক ভাবে তার উল্টোটা হতে দেখলেন তিনি।

ফিরহাদের উদ্দেশে স্বপন বলেন, “আচ্ছা, আপনারা কি জিততেন না! শুধু ব্যবধানটা হয়ত এতটা হতো না। কিন্তু একটাই কথা বলব, ক্ষমতা দখল করে একেবারে মগডালে উঠে বসেছেন। সেখান থেকে পড়লে কিন্তু হাত-পা কিছুই আস্ত থাকবেন না। নিজেরাই যদি সর্বশক্তিমান হবেন, তাহলে কার সঙ্গে লড়বেন? গণতন্ত্রে বিরোধী থাকা দরকার, এ কথা মনে রাখুন।”

Continues below advertisement
Sponsored Links by Taboola