জগদ্দল: মদন মিত্র (Madan Mitra), সাবিনা ইয়াসমিনের (Sabina Yasmin) পর জগদ্দলের (Jagaddal) তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম (TMC MLA)। 'বাম (cpm) আমলে  প্রত্যেক পুরসভায় নিজেদের কর্মীদের চাকরি দিত সিপিএম (CPM)। তৃণমূল (TMC) জামানায় তৃণমূল কর্মীদের চাকরি হলে ক্ষতি কী?' মন্তব্য জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। শুক্রবার ফের তৃণমূল কর্মীদের চাকরির পক্ষে সওয়াল করলেন আরও এক তৃণমূল নেতা। 


কটাক্ষ করেছে সিপিএম: প্রথমে এবিপি আনন্দের সামনে একান্তে দলের ছেলে মেয়েদের চাকরি দেওয়ার প্রসঙ্গে কথা তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বলেছিলেন, নিজের কোটার চাকরি তিনি যাকে খুশি দিতে পারেন। এরপরেই রাজনৈতির মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়ায় এই চাকরি ইস্যু। গতকাল ফের তৃণমূল কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে সওয়াল করলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, তাঁদেরই তো চাকরি হবে, যে সকাল-সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে। পাল্টা, কটাক্ষ করেছে সিপিএম। 


মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, তাঁদেরই তো চাকরি হবে, যে সকাল-সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে। কামরহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর পর এবার, উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন।


সওয়াল করলেন আরও এক তৃণমূল বিধায়ক: তৃণমূল কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে সওয়াল করলেন আরও এক তৃণমূল বিধায়ক। সম্প্রতি, তৃণমূলের উত্তর দিনাজপুরের পর্যবেক্ষক করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে। দলের তরফে দায়িত্ব দেওয়ার পর, বুধবার রায়গঞ্জে এসেছেন সাবিনা। এখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে তৃণমূল কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।


সাবিনা ইয়াসমিনের কথায়, যে সকাল-সন্ধে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করছে, আমরা একশোবার তাঁদেরকে আমাদের সাধ্যমত চাকরি দেওয়ার চেষ্টা করব, তবে নিশ্চয়ই মেধাকে বাদ দিয়ে নয়, যেমন আমরা বছরে হয়তো তিনটে করে চাকরি পাচ্ছি, তো আমি তিনটে চাকরি কি মেধার ভিত্তিতে দেব? কংগ্রেসের লোককে দেব? সিপিএমের লোককে দেব? বিজেপির লোককে দেব? নাকি সেই তিনটে আমরা তৃণমূলের লোককে দেব? যখন আমার প্রায়োরিটি থাকবে বেছে নেওয়ার, তখন তো আমি তৃণমূলের লোককেই দেব। এর আগে, কার্যত একই সুর শোনা গেছিল কামরহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর ফেসবুক লাইভে। 


মদন মিত্রের কথায়, আমি সুযোগ পেলেই তৃণমূল কংগ্রেস কর্মীদের আবার চাকরি দেব। রোদ-জল উপেক্ষা করে আন্দোলন করছেন স্কুলের চাকরিপ্রার্থীরা। তখন, তৃণমূলের একের পর এক নেতার মন্তব্যে চাকরিপ্রার্থীদের প্রশ্ন, কোনও দলের কর্মী হওয়া কী করে, চাকরির মাপকাঠি হতে পারে?