মালদা: সিপিএম কর্মীকে জোর করে তৃণমূলের সভায় নিয়ে যাওয়ার চেষ্টা, রাজি না হওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসকদলের প্রার্থী ও তাঁর দলবলের বিরুদ্ধে। আহত বাম কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, সিপিএম কর্মী মজিবুল রহমানের ওপর হামলা চালানো হয় পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী মকরম আলির নেতৃত্বে। প্রতিবাদে গতকাল রাতে এলাকায় বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। হরিশ্চন্দ্রপুর থানায় তৃণমূল প্রার্থী-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছে শাসকদল। 


পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে লাউদোহা থানার পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ওসি-র হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।


অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক - আমরা বিজেপি করি বলে, আমাদের থাপ্পড় মেরে চলে যাবে ক্যান্ডিডেটকে? আর আপনি বললেন ইনভেস্টিগেশন হবে! ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। 


ধর্না, বিক্ষোভ, স্লোগান, পুলিশ অফিসারের সঙ্গে বিধায়কের তর্কাতর্কি! পঞ্চায়েত ভোটের মুখে গেরুয়া শিবিরের প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! আর সেই ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর! পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই জায়গায় জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র ছবিটা একই। অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল। শুক্রবার রাতে পাণ্ডবেশ্বরের প্রতাপপুর পঞ্চায়েত এলাকায় বিজেপির ২ প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে ব্লক তৃণমূল সভাপতি ও তাঁর দলবলের বিরুদ্ধে। আর সেই ঘটনা ঘিরে তেতে ওঠে পরিস্থিতি। 


এলাকায় ছুটে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুরু হয় অবস্থান-বিক্ষোভ। লাউদোহা থানার পুলিশ পৌঁছতে, পরিস্থিতি আরও তেতে ওঠে। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক।পঞ্চায়েত ভোটের মুখে রাজনৈতিক 'সন্ত্রাস'চরমে তৃণমূল ও বিজেপির চাপানউতোর । লাউদোহা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। থানার ওসির আশ্বাসে শেষপর্যন্ত অবস্থান-বিক্ষোভ তুলে নেয় বিজেপি। তবে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে রেখেছে গেরুয়া শিবির।