তুহিন দাস, পুরুলিয়া: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সভাপতি (President) পদে আর দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। তাঁকে সরিয়ে রজার বিনিকে বিসিসিআইয়ের মসনদে বসানো হচ্ছে। আর এই ঘটনাতেই গোটা দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। বাংলার ক্রিকেট আইকনকে বিসিসিআইয়ের পদ থেকে সরানোর প্রতিবাদে পুরুলিয়ার (Purulia) সোনামুখিতে ক্রিকেট প্রেমীরা বিক্ষোভে সামিল হলেন। 


এদিন দুপুরে সোনামুখি শহরের বিজে হাইস্কুল ময়দানে জমায়েত করে শহরের ক্রিকেট প্রেমী যুবকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসতে চাননি বলেই তাঁকে বিসিসিআইয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দাদার এই অপসারণ সাধারণ ক্রিকেট প্রেমীদের ভাবাবেগে আঘাত করেছে। অবিলম্বে দাদাকে নিজের পদে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন এদিনের বিক্ষোভকারীরা। তাঁরা অনেকেই বলেন যে সৌরভ যদি কোনও নির্দিষ্ট দলের হয়ে রাজনীতিতে পা রাখতেন তাহলে হয়ত আজকে তাঁকে এভাবে পদ হারাতে হত না। এদিন সৌরভের সমর্থনে সেই বিক্ষোভে সামিল হন অনেক মানুষ। তাঁরা সবসময় তাঁদের প্রিয় দাদার পাশে আছেন বলেও জানান।


আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। কিন্তু গতকালই খবরে মোটামুটি সিলমোহর পড়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। তাঁর বদলে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি মসনদে বসতে চলেছেন। রাজীব শুক্ল গতকালই জানিয়ে দিয়েছিলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই বিসিসিআই সভাপতি হতে চলেছেন বিনি। আগামী ১৮ অক্টোবরই বিসিসিআই সভাপতি হিসেবে সরকারিভাবে নির্বাচিত হতে চলেছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। 


আগে শোনা যাচ্ছিল, বিসিসিআই সভাপতির বদলে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসাবে আইসিসির চেয়ারম্যান পদে লড়াই করতে পারেন সৌরভ। তবে স্লগ ওভারে যেমন মুহূর্তের মধ্যে ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে, তেমনই ভারতীয় বোর্ডের রাজনীতও যে শেষবেলায় অনেক বড় রদবদল ঘটে যায়, তা বোর্ডের বিষয়ে অবগত কারও অজানা নয়। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, সৌরভ নয়, বরং আইসিসির চেয়ারম্যান পদে ভারতের প্রতিনিধি হতে পারেন জয় শাহ (Jay Shah)। তবে বোর্ডের একাংশের দাবি, আপাতত সচিব হিসাবে ২০২৫ সাল পর্যন্ত নিজের মেয়াদ সম্পূর্ণ করবেন জয়। তারপর ভারতীয় ক্রিকেটের প্রশাসন থেকে তাঁকে তিন বছরের জন্য বাধ্যতামুলক কুলিং অফে যেতে হবে। সেই সময় আইসিসি চেয়ারম্যান হওয়ার জন্য ঝাঁপাতে পারেন অমিত শাহ-পুত্র।