হাওড়া: শিবপুরের হিংসাকাণ্ডে (Shibpur Violence) 'পুলিশ সামলাতে পারছে না', অভিযোগ তুলে, ৫ কোম্পানি সিআরপিএফ (CRPF) মোতায়েনের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 


এদিন হাসপাতালে আহতদের দেখার পাশাপাশি, দলের হেড কোয়ার্টারে যাবেন বলে জানিয়েছেন শুভেন্দু।'দেশ বিরোধী শক্তির সরাসরি সংযোগ রয়েছে ', এখানে বলে এদিন স্পষ্ট করলেন শুভেন্দু। এই ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েছেন তিনি।  শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। তিনি উল্লেখ করেছেন, তার সঙ্গে রয়েছে গতকালের ঘটনার সিডি।  


পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এদিন তিনি সিপি-র অফিসে যেতে চান। কিন্তু 'নবান্ন-র নির্দেশে' বিরোধী দলনেতার সঙ্গে সিপি দেখা করবেন না, বলে জানানো হয়েছে, বলে জানান তিনি। তবে তিনি সিপি-র অফিসে যাবেন বলেই জানান। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, প্রথমে বাধা দেওয়া হলেও, পরে সিপি-র অফিসে ঢুকতে দেওয়া হয় শুভেন্দুদের। এবং শিবরপুরের ওই ঘটনার সিডি নিয়েই এদিন সিপি-র অফিসে পৌঁছলেন শুভেন্দুরা।


 হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্তি। ইটবৃষ্টির পাশাপাশি, শুরু হয় বিক্ষোভ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গতকালের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি চলছে। 


প্রসঙ্গত,  রামনবমীর ( Ramnavmi ) মিছিল ঘিরে পাছে কোনও অশান্তি বাঁধে, তাই আগে থেকেই বারবার সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। ২৯ ও ৩০ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjeee ) ধর্নামঞ্চ থেকে বলেন, মিছিল হবে, তবে তা যেন কোনও অশান্তিকে ইন্ধন না জোগায়। মিছিলের জন্য নির্ধারিত রুট মেনে চলার কথাও বারবার বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও রামনবমীর বিকেলে বড় রকমের অশান্তির সাাক্ষী থাকল হাওড়ার শিবপুর অঞ্চল। সেই অশান্তি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ ? শিবপুরে হিংসার পর এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে ( Suman De ) দেওয়া এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাৎকারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 


আরও পড়ুন, 'হাওড়ার হিংসার পিছনে দায়ী বিজেপি', রামনবমী হিংসাকাণ্ড নিয়ে ABP আনন্দ-কে এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী


মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'বারবার তিনি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছিলেন শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করার। সেই সঙ্গে চলছে রমজান মাসও। দুই-ই যাতে শান্তিতে পালিত হয়, তার জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু এর পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ' ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না, ধর্ম শান্তির কথা বলে, কিন্তু বিজেপির এটা প্ল্যান ছিল, যেমন করে হোক দাঙ্গা লাগাবে। গতকাল বিজেপি দেশের প্রায় ১০০ টা জায়গায় করে। হাওড়ার ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক।'