প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: শেষরাতে ডাম্পারের (dumper) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটির ধবনী এলাকায় তুলকালাম। সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক (National Highway) অবরোধ করে ঘণ্টাদুয়েক বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা।
ডাম্পারের ধাক্কায় মৃত্যু, রাস্তা অবরোধ করে বিক্ষোভ
ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল বাঁকুড়ায়। সেই ঘটনা ঘিরে ভোর থেকে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ধবনী এলাকায়। মৃত সাইকেল আরোহীর নাম শ্যামাপদ মাজি। ঘটনার পরই উত্তেজিত এলাকাবাসী ক্ষতিপূরণের দাবিতে আজ ভোর থেকেই ধবনী মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। অবরোধের জেরে ব্যস্ততম ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে অমরকানন গ্রামীন হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গাজলঘাটি থানার ধবনী গ্রামের বাসিন্দা পেশায় ছোট মাছ ব্যবসায়ী শ্যামাপদ মাজি। অন্যান্য দিনের মতোই আজ সকালে নিজের সাইকেল নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্লভপুরে মাছ আনতে যাচ্ছিলেন। ঘটকগ্রামের কাছাকাছি মেজিয়া থেকে দুর্লভপুরগামী একটি ডাম্পার তাঁকে পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, মৃত্যু হয় বছর পঞ্চাশের ওই ব্যবসায়ীর। ডাম্পারের চালক পলাতক। গঙ্গাজলঘাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনার খবর শ্যামাপদ মাজির গ্রামে পৌঁছতেই ঘাতক ডাম্পারটিকে আটক করা ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ধবনী মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী। দীর্ঘক্ষণ অবরোধ চলায় ৬০ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। গঙ্গাজলঘাটি থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছলেও অবরোধকারীদের সরাতে বেশ বেগ পেতে হয়।
আরও পড়ুন: Malda BJP: মালদার ইংরেজবাজারে বিজেপি জেলা সভাপতির হোটেলে দুষ্কৃতী তাণ্ডব
অন্যদিকে, কলকাতাতেও আজ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রবিবার (Sunday) ভোরে ইএম বাইপাসের (EM Bypass) মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টা নাগাদ নিউটাউন (Newtown) থেকে সায়েন্স সিটির (Science City) দিকে যাওয়ার সময়, বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে, কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ও এক মহিলা-সহ ৩ জন ছিলেন। চালক সামান্য আহত হন। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।