কলকাতা: এপার বাংলার সঙ্গে ওপার বাংলার সুরেলা মিলন। একদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury), যাঁর খ্যাতি এখন কলকাতার দর্শকদের মধ্যেও চরমে। অন্যদিকে বাংলার কিংবদন্তি গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty), যাঁর কণ্ঠে আজও মজে আট থেকে আশি। সম্প্রতি গানে গানে যুগলবন্দি দেখা গেল এই দুই তারকার। উচ্ছ্বসিত অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চঞ্চল-নচিকেতা যুগলবন্দি
গত শুক্রবার অর্থাৎ ৩ মার্চ রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ২ মিনিট ২৪ সেকেন্ড দীর্ঘ ভিডিওয় ঘরোয়া আড্ডার একঝলক দেখা গেল। সেখানেই গলা ছেড়ে গান ধরেছেন চঞ্চল চৌধুরী। হারমোনিয়ামের সঙ্গতে, নিজের ছবি 'হাওয়া'র (Hawa) জনপ্রিয় গান 'সাদা সাদা কালা কালা' (Sada Sada Kala Kala) গাইছেন চঞ্চল। হঠাৎই ক্যামেরা ঘুরতেই দেখা মিলল নচিকেতা চক্রবর্তীর। তিনিও মজেছেন তখন সুরে। এমন আসরে বাকিরাই বা থেমে থাকেন কী করে? আড্ডায় উপস্থিত সকলেই প্রায়ই গলা মিলিয়েছেন তখন।
শুক্রবার এই ভিডিও পোস্ট করে চঞ্চল চৌধুরী লেখেন, 'পরিবার পরিজন নিয়ে গতরাতে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম… বাকিটা ইতিহাস… স্মরণে রাখবার মত চমৎকার স্মৃতি…।' তাঁর পোস্টেই জানা গেল গানে গানে সময় কাটিয়েছেন সকলে। আড্ডায় উপস্থিত দিব্য সৌম্য শুদ্ধকে দেখে খুশি হয়েছেন নচিকেতা চক্রবর্তী, সেই কথাও লিখেছেন অভিনেতা। সবশেষে নচিকেতার প্রশংসা করে চঞ্চল চৌধুরী লেখেন, 'আমাদের সৌভাগ্য, আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচি’দা, কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।'
ভিডিও পোস্ট হতেই অনুরাগীদের উচ্ছ্বাসের বন্যা। হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ারের সঙ্গে অঢেল প্রশংসা। এমন দুর্দান্ত সারপ্রাইজের জন্য কেউই যে প্রস্তুত ছিলেন না। প্রসঙ্গত, 'হাওয়া' ছবি ও তার গান 'সাদা সাদা কালা কালা' পশ্চিমবঙ্গেও বিশাল জনপ্রিয়তা লাভ করেছে।
আরও পড়ুন: Pathaan: আয়ের বিচারে ভারতের ১ নম্বর হিন্দি ছবি 'পাঠান', পিছনে ফেলল 'বাহুবলী ২'কে
অন্যদিকে, ভারতেও ছবির কাজ করছেন চঞ্চল চৌধুরী। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'পদাতিক'-এ মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে তাঁকে।
উল্লেখ্য, দিন দুই আগে পরিচালক রাজ চক্রবর্তীও তাঁর প্রোফাইলে এই গানের একটি ভিডিও পোস্ট করেন। 'আবার প্রলয়' ছবির সেট থেকে সকলের উদ্দেশে 'সাদা সাদা কালা কালা' গান গেয়ে শোনান অভিনেত্রী নুসরত ফারিয়া। বাংলা সিনেমার উদযাপনে এই গান, লেখেন অভিনেত্রী নিজেই।