কলকাতা: ঘূর্ণিঝড় দানার প্রভাববে আজ থেকেই বৃষ্টি শুরু উপকূলের জেলাগুলিতে। আজ রাত থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অত্যন্ত ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দমকা ঝোড়ো হাওয়া ১০০ কিলোমিটার এর বেশি থাকবে এই জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুর্যোগ বেশি থাকবে।


গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে প্রবল বর্ষণের সম্ভাবনা। আজ সন্ধে থেকে পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ১২০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুরে সমুদ্রের ঢেউ ১ থেকে ২ মিটার উচ্চতায় আছড়ে পড়তে পারে, কাল বিকেল থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। 


মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন উপকূলের জেলাগুলিতে। বুধবার থেকে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কা। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবারের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দু এক জায়গায় প্রবল বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 


আরও পড়ুন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, 'দানা', তছনছ হতে পারে সুন্দরবন? ভয় ধরাচ্ছে বাঁধের পরিস্থিতি


ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা। বাড়তি তৎপরতা কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে। CC ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। পুরকর্মীদের ছুটি বাতিল। ওয়ার্ড ও বরো ভিত্তিক দল তৈরি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে NDRF টিমকে। জল জমা আটকাতে ২৮১টি নিকাশি যন্ত্র প্রস্তুত রাখা হয়েছে। আজ বিকেলে গঙ্গার জলস্তর হতে পারে ১৩ ফুটের বেশি। দুপুর সাড়ে ৩টে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার ধারের লকগেটগুলি। আগামীকাল সকালে গঙ্গার জলস্তর ১৪ ফুট পর্যন্ত হতে পারে। তার জন্য শুক্রবার ভোর সাড়ে ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত গঙ্গার ঘাটের লকগেটগুলি বন্ধ থাকবে।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে