Paytm Relief: বেশ কয়েক মাস পরে রেহাই মিলল পেটিএমে। নতুন গ্রাহক নেওয়ার জন্য মিলল এবার অনুমোদন। পেটিএমের প্যারেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস লিমিটেড (One97 Communications Limited) সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI order) পক্ষ থেকে অনুমোদন পেয়েছে। এবার থেকে পেটিএম (Paytm) তার সঙ্গে নতুন ইউপিআই ব্যবহারকারী জুড়তে পারবে। অনেক মাস আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়েই নিষেধাজ্ঞা আরোপ করেছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপরে। সেই কারণে সংস্থার ব্যবসা বহুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞা উঠে মিলল বড় স্বস্তি।
পেটিএম সিইও পেয়েছেন অনুমোদনের চিঠি
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে এনপিসিআই সম্প্রতি পেটিএম লিমিটেডের সিইও এবং চিফ এক্সিকিউটিভ বিজয় শেখর শর্মাকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে এনপিসিআই-এর প্রধান দিলীপ অ্যাসবে জানান যে পেটিএম এবার থেকে নতুন ইউপিআই গ্রাহকদের নিজের প্ল্যাটফর্মে জুড়তে পারবে। এই অনুমোদন বেশ কিছু শর্তের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এবং এনিপিসিআইয়ের অফিসিয়াল গাইডলাইন মেনে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে সমস্ত শর্ত মেনেই এই অনুমোদন দেওয়া হয়েছে পেটিএমকে। বেশ কয়েক মাস ধরে পেটিএমের পারফরম্যান্স দেখার পরে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ছাড়পত্র দিয়েছে পেটিএমকে।
সমস্ত বাধ্যতামূলক শর্তসাপেক্ষে ছাড় দিয়েছে এনপিসিআই
মঙ্গলবার একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে পেটিএম জানিয়েছে এনপিসিআই তাদের সমস্ত নিয়ম-নীতি মেনে পেটিএমকে নতুন ইউপিআই গ্রাহকদের যোগ করানোর অনুমোদন দিয়েছে। ২২ অক্টোবর এনপিসিআই এই চিঠি দিয়েছে পেটিএমকে।
আরবিআইয়ের নিষেধাজ্ঞার পর বিপুল ধস নামে শেয়ারে
কয়েক মাস আগে বিপুল পতন এসেছিল পেটিএমের শেয়ারে। এমনকী এও বলা হচ্ছিল এবার সংস্থার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আর রিকভারি সম্ভব নয়। যদিও নয়ডার এই সংস্থা নিজেদের স্থির লক্ষ্যে অবিচল রেখেছিল, এখন নতুন করে ইউপিআই ইউজারদের যোগ করানোর অনুমতি পাওয়ার পরে আবার এই সংস্থার শেয়ার ধাপে ধাপে বাড়তে শুরু করেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Waaree Energies IPO: বাজারে অস্থিরতা সত্ত্বেও দারুণ সাড়া এই IPO-তে, কবে হবে লিস্টিং ?