কলকাতা: ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের। পূর্ব রেলের তরফে সোশ্যালে অফিসিয়াল পোস্ট করে জানানো হয়েছে, 'আমরা সকলেই জানিয় ঘূর্ণিঝড় দানা আসতে চলেছে। তাই পূর্ব রেলের তরফে শিয়ালদা ও হাওড়া ডিভিশনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই অংশে ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। এই বিষয়ে আমরা প্রথমে শিয়ালদা ডিভিশনে আসি। শিয়ালদা ডিভিশনে ২৪ এবং ২৫ অক্টোবর আমরা একটি কন্ট্রোল রুম খুলেছি। যেখানে রেলের শীর্ষ কর্তারা প্রত্যেকেই থাকবেন। মেডিক্যাল টিমও থাকবে।' 


পূর্ব রেলের সংযোজন,' এছাড়া যেমন সাগর সংলগ্ন এলাকা -যেগুলিকে আমরা ঘূর্ণিঝড়প্রবণ এলাকা বলে ভাবি, হাসনাবাদ, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার-এই সকল এলাকায় বিশেষ ব্যবস্থা রাখছি। সুপার ভাইজারের ফুল টিম থাকছে। ইঞ্জিনিয়ারাও থাকছেন। এছাড়া টাওয়ার ওয়াগানও থাকছে। হঠাৎ করে দুর্যোগের খবর এলে, আমরা সেখানে যাতে পৌঁছাতে পারি। সক্রিয় থাকছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা আমাদের ড্রাইাভারদেরও সতর্ক করেছি। এর পাশাপাশি রেললাইনের ধারে হোর্ডিং এবং গাছপালা যাতে কোনও বিঘ্ন না ঘটায়, সেইদিক থেকেও আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমরা মাইকে জরুরি ঘোষণা চালু রেখেছি। হাওড়া ডিভিশনের ক্ষেত্রেও জল জমে যাওয়া একটা বড় সমস্যা। তাই সেই জন্য আগাম পাম্প ব্যবস্থা সঙ্গে রেখেছি। এটা শিয়ালদা ডিভিশনেও প্রস্তুতি রেখেছি। ক্রিটিক্যাল টিম উপস্থিত থাকছে হাওড়া, ব্যান্ডেল , আজিমগড়, বর্ধমান, রামপুরহাটে।'


আরও পড়ুন, আগামীকাল থেকে ২৬ অক্টোবর অবধি ৯ জেলায় বন্ধ থাকবে স্কুল-কলেজ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঘোষণা মুখ্যমন্ত্রীর


বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। আগামীকালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। আগামীকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আগামীকাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ।  আগামীকাল থেকেই উপকূলবর্তী এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।