ঋত্বিক প্রধান, কাঁথি: ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়ার আগেই দানা বেঁধেছে আশঙ্কা। ইয়াসের কথা মনে করে আতঙ্কের প্রহর গুনছেন কাঁথি ১ নম্বর ব্লকের বাসিন্দারা। ফের একবার প্লাবনের আশঙ্কায় ঘুম উড়েছে স্থানীয়দের।


দানা বেঁধেছে আশঙ্কা: একের পর এক ঘূর্ণিঝড় আসে কিন্তু বদলায় না ছবিতা। আর ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে ঘুম উড়ে যায়। ফের ভিটে মাটি হারানোর আশঙ্কা তাড়া করে বেড়ায়। এবারও তার অন্যথা হয়নি। শৌলা মৎস্য বন্দর থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দর পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকার মানুষ প্লাবনের আশঙ্কা করছেন। রঘু সর্দার বাড় জলপাই, বগুড়ান জলপাই, শ্যামরাই, ভোগপুুর, গোপালপুর, জুনপুট, দক্ষিণ কাঁদুয়া-সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হতে পারে। কারণ, এই সমস্ত গ্রাম ও সমুদ্রের মধ্যে কোনও গার্ডওয়াল নেই। ফলে জলোচ্ছ্বাস হলেই জল ঢোকে এই সমস্ত গ্রামে। ইয়াসের সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অধিকাংশ গ্রামবাসী টানা দেড়মাস বাড়িই ফিরতে পারেননি। ফলে এবার ঘূর্ণিঝড় ‘দানা’র আশঙ্কায় ঘুম ছুটেছে কাঁথি ১ নম্বর ব্লকের বাসিন্দাদের। রঘু সর্দার বাড় জলপাই জয়দেব প্রধান বলেন, "গ্রামের দক্ষিণদিকে কোনও বাঁধ নেই। আবার ঘূর্ণিঝড় হলে পালিয়ে যেতে হবে। পূর্ণিমাতে মাঠ ডুবে গেছিল। জলচ্ছ্বাস বেশি হলে বাড়ি ঘর ডুবে যেতে পারে।''  


বঙ্গোপসাগরে দানা বাঁধল ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে। সতর্কতা অবলম্বনে আজ, বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ ৯ জেলার সব স্কুল বন্ধ। ক্লাস হবে না কলেজেও। 


অন্যদিকে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। হলদিয়ায় পুলিশের তরফে মাইকে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। বৃহস্পতি ও শুক্রবার হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দামারি পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। হলদিয়া বন্দর সূত্রে খবর, আজ সকাল ১১টার পর সমস্ত পণ্যবাহী জাহাজ বার্থ থেকে বের করে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মোতায়েন করা হয়েছে NDRF. নয়াচর থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ শুরু করেছে সুতাহাটা ব্লক প্রশাসন। তৎপর হলদিয়া থানার পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Dana Cyclone Update: সাগরে দানা বাঁধল 'দানা', বাড়ছে শঙ্কা; কবে কখন ল্যান্ডফল?