ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। ঝডের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। এরপর বুধবার গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। এর প্রভাব সব থেকে বেশি পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূরবর্তী অঞ্চলে। তাই এখন থেকেই কোমর বেঁধেছে প্রশাসন।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে, বুধ, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । বিশেষত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কথা বলা হয়েছে বিডিও ও এসডিওদের সঙ্গে। সব জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। নজর রাখা হচ্ছে উপকূলবর্তী এলাকার বাঁধ গুলিতে।
পাশাপাশি মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে আর না যায় সেজন্য চলছে মাইকে সতর্কীকরণ । মাঝ সমুদ্রে যে সমস্ত ট্রলারগুলি রয়েছে তাদের দ্রুত ফিরে আসা নির্দেশ পাঠানো হয়েছে। অপরদিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান এই দিঘাতেও চলছে সতর্কতামূলক প্রচার। দড়ি দিয়ে আটকে দেওয়া হচ্ছে সৈকত। কোনও পর্যটক যাতে সমুদ্রতীরে না যেতে পারেন, সেদিনকে কড়া নজর রাখা হচ্ছে। পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে । তৎপর সিভিল ডিফেন্স, লুনিয়া, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। দিঘা উন্নয়ন পর্ষদের পক্ষে সতর্ক করা হচ্ছে।
হোটেল সংগঠনের সঙ্গে আলোচলার পর পর্যটকদের সতর্ক করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় দানা মোকাবিলা করার জন্য তৈরি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ।
আবহাওয়া দফতরের আশঙ্কা, বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝামাঝি হতে পারে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। তাই এখন থেকে ওড়িশার সৈকত এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবারের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ।
শক্তিশালী এই ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। সিভিল ডিফেন্সের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উপকৃলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ জেলার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন:
এবার অমিত শাহকে চিঠি নিহত চিকিৎসকের বাবার, কী লিখলেন?