কলকাতা : এবার অমিত শাহকে চিঠি লিখলেন আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার বাবা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন চিঠিতে। সূত্রের খবর, মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন নিহত নির্যাতিতার বাবা। তিনি বলেছেন, মেয়ের মৃত্যুর পর তাঁরা মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ চান তিনি। তিনি জানতে চান, কবে , কোথায় তাঁর সঙ্গে দেখা হতে পারে।
এর আগে দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন তাঁরা। কিন্তু তার উত্তর মেলেনি। এখন আর যেখানে যেখানে চিঠি লিখলে এতটুকু আশার আলো জ্বলতে পারে, তাঁরা তাই করবেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে জানিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। তাঁরা জানান, 'আমাদের আর হারানোর কিছু নেই। শেষ বয়সে যদি মেয়ের বিচারটা পাই ...'। প্রয়োজনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখতেও পারেন জানিয়েছিলেন তিলোত্তমার মা-বাবা। এবার কি মিলবে চিঠির উত্তর? মিলবে কি কোনও সুরাহা? অপেক্ষায় অসহায় বাবা -মা।
আর জি কর-কাণ্ডে আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করলেও, আন্দোলন চলবে, জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই আবহেই দীপাবলির আগে রাজ্যে আসছেন অমিত শাহ। ২৪ অক্টোবর রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন ইজেডসিসিতে বঙ্গ বিজেপির সদস্যতা অভিযান নিয়ে সভা রয়েছে। সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন অমিত শাহ। আগামী মাসেই বঙ্গে ৬ টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তার আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতেই তাঁর কলকাতায় আসা। তখনই কি দেখা হবে মৃত চিকিৎসকের বাবা - মায়ের সঙ্গে ? সেটাই দেখার।
অন্যদিকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে আর জি কর কলেজ ও হাসপাতালে কী কী দুর্নীতি হয়েছে, তা নথির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিলেন জুনিয়র ডাক্তাররা। প্রমাণ হিসাবে এবার মুখ্যমন্ত্রীকে ১৩৭ পাতার নথি তুলে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার নবান্নে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সময়ই টেন্ডার অনিয়ম-সহ একাধিক অভিযোগের প্রমাণ হিসাবে মুখ্যমন্ত্রীর হাতে নথি তুলে দেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দাবি, আর জি কর মেডিক্যালের যন্ত্রাংশ কেনার জন্যে নিজের ঘনিষ্ঠদের বেআইনিভাবে টেন্ডারের বরাত পাইয়ে দিতেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এ ছাড়াও আরও বিস্ফোরক দাবি ও তার প্রামাণ্য নথি তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন :
আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?
আরও পড়ুন :
আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?