কলকাতা: দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে আগেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘দানা’ । পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০ কিমি/ঘণ্টা ঝড়ের আশঙ্কা রয়েছে।রাজ্যের একাধিক জেলায় সাইক্লোনের প্রভাবে দুর্যোগের আশঙ্কা রয়েছে। 


মৌসম ভবন সূত্রে খবর, সাগরদ্বীপ থেকে ৫৭০ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘দানা’। ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড় ‘দানা’র দূরত্ব ৪৯০ কিমি । বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘দানা’। আজ ২৩ অক্টোবর ওড়িশার বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগতসিংপুর, পুরী এবং খোড়দায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ২৪ অক্টোবর এবং ২৫ অক্টোবর ময়ূরভঞ্জ, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগতসিংপুর, কেন্দুঝাড়, জয়পুর, কটক, পুরী, খোড়দায় প্রবল দুর্যোগের আশঙ্কা থাকছে।


অপরদিকে বাংলার ক্ষেত্রে, আগামীকাল ২৪ অক্টোবর দুর্যোগের সবথেকে বেশি আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ২৪ অক্টোবর কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম- এই জেলাগুলিতে।২৫ অক্টোবর দুর্যোগের সবথেকে বেশি আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।শুক্রবার রাজ্যের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।


হাওয়া অফিস সূত্রে খবর, ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর এই জেলাগুলির প্রত্যেকটিতেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাতও হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন।  উপকূলবর্তী এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।যেসকল এলাকাগুলিতে বিপদের আশঙ্কা সর্বোচ্চ, সেখানে বিপর্যয় মোকাবিল টিম, আশ্রয়ের ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। মৎস্যজীবীদের জন্য ২৩ থেকে ২৫ অক্টোবর অবধি মধ্য ও উত্তর বঙ্গোপ সাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


আরও পড়ুন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', কলকাতায় আগামীকাল সন্ধে থেকে বন্ধ উড়ান পরিষেবা


পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাজি বলেছেন, আমরা বারোটার পর থেকে সমুদ্রমুখী সকল রাস্তা ঘিরে দেব। যাতে কেউ না আসতে পারে। তিনি আরও বলেন, আমরা আজকের মধ্যেই চূড়ান্ত প্রস্তুত নিচ্ছি। ৬০০ এর মতো স্কুল আমরা চিহ্নিত করেছি। সাইক্লোন সেন্টারগুলি যেগুলি রয়েছে, সেখানে আমরা ২ লক্ষের বেশি লোককে তুলব। আমাদের অফিসাররা সবদিকগুলি খতিয়ে দেখছেন।নৌকা, ট্রলারগুলি নিরাপদ জায়গায় রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যাতে কেউ দুর্ঘটনার কবলে না পড়ে, বলেন পূর্ণেন্দু মাজি। দেখুন দিঘা সকলেরই ভাল লাগে।এটা আমাদেরও ভাল লাগে। কিন্তু এই সময় যেহেতু এখটা দুর্যোগ আসছে,আমরা চাই না কোনও দুর্ঘটনা ঘটে যাক, বলেই দাবি পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের।  গতকালই প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল খালি করার সময়ও বেধে দেওয়া হয়েছিল। কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন।  


ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ট্রেন বাতিল, দেখুন ভিডিও



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।