কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', কলকাতায় আগামীকাল সন্ধে থেকে বন্ধ উড়ান পরিষেবা। আগামীকাল সন্ধে ৬ থেকে ১৫ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকবে উড়ান পরিষেবা। আগামীকাল সন্ধে ৬ থেকে পরশু সকাল ৯ পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ উড়ান। ঘূর্ণিঝড় শেষে দ্রুত উড়ান পরিষেবা স্বাভাবিক করতে বাতিল কর্মীদের ছুটি ।


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। যার জেরে ২৫ অক্টোবার হাওড়া শাখায় একের পর এক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শাখায় মোট ৬৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি তারকেশ্বর শাখাতেও অনেক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ ট্রেন বাতিল। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। ক্যানিং, নামখানায় পরিষেবা বন্ধ থাকবে সন্ধে ৭টা থেকে। বনগাঁ ও হাসনাবাদ শাখাতেও কাল রাত ৮টা থেকে বন্ধ থাকবে পরিষেবা। 


দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে আগেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘দানা’ । পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০ কিমি/ঘণ্টা ঝড়ের আশঙ্কা রয়েছে।রাজ্যের একাধিক জেলায় সাইক্লোনের প্রভাবে দুর্যোগের আশঙ্কা রয়েছে। 


মৌসম ভবন সূত্রে খবর, ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড় ‘দানা’র দূরত্ব ৪৯০ কিমি । বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘দানা’। আজ ২৩ অক্টোবর ওড়িশার বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগতসিংপুর, পুরী এবং খোড়দায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ২৪ অক্টোবর এবং ২৫ অক্টোবর ময়ূরভঞ্জ, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগতসিংপুর, কেন্দুঝাড়, জয়পুর, কটক, পুরী, খোড়দায় প্রবল দুর্যোগের আশঙ্কা থাকছে।


অপরদিকে বাংলার ক্ষেত্রে, আগামীকাল ২৪ অক্টোবর দুর্যোগের সবথেকে বেশি আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ২৪ অক্টোবর কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম- এই জেলাগুলিতে।২৫ অক্টোবর দুর্যোগের সবথেকে বেশি আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।শুক্রবার রাজ্যের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।


আরও পড়ুন, রাজ্যের কোন জেলায় সাইক্লোনের প্রভাবে সবথেকে বেশি দুর্যোগের আশঙ্কা ?


ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ট্রেন বাতিল, দেখুন ভিডিও



 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।