পুণে: বেঙ্গালুরুতে নিউজ়িল্যান্ডের (India vs NZ) কাছে ভারত টেস্টে হেরে গিয়েছে। তবে দ্বিতীয় ইনিংসে হাঁটুর চোট নিয়েও ঋষভ পন্থের (Rishabh Pant) দুরন্ত ইনিংস গোটা বিশ্বের কুর্নিশ কুড়িয়ে নিয়েছে। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল পন্থের। ৯৯ রান করে আউট হয়েছিলেন বাঁহাতি ব্যাটার।


ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অবশ্য উদ্বেগে ছিলেন, দ্বিতীয় টেস্টে পুণেতে পন্থ খেলতে পারবেন কি না। কারণ, আগের টেস্টে রবীন্দ্র জাডেজার বলে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন পন্থ। যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিল তাঁকে। কারণ, গুরুতর গাড়ি দুর্ঘটনায় এই ডান হাঁটুতেই চোট পেয়েছিলেন পন্থ। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পর জানিয়েছিলেন, পন্থের হাঁটু ফুলে রয়েছে। চিকিৎসা চলছে।


তবে পুণে টেস্টের আগের দিন ভাল খবর দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। জানালেন, পন্থ ফিট। খেলবেন দ্বিতীয় টেস্টে। শুধু খেলবেনই না, উইকেটকিপিংও করবেন। সেই সঙ্গে ঘাড়ের ব্যথায় আগের টেস্টে খেলতে না পারা শুভমন গিলও সেরে উঠেছেন বলে জানিয়েছেন গৌতি।


ম্য়াচের আগের দিন সাংবাদিকদের গম্ভীর বলেছেন, 'প্রথম ম্যাচের আগে শুভমন গিল চোট পেয়েছিল। এই নয় যে, দলে ওকে রাখা হয়নি। ও চোটের জন্য খেলতে পারেনি। ওর ঘাড়ে সমস্যা দেখা দিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে ও যেভাবে ব্যাটিং করেছে, তাতে অবশ্যই ও প্রথম একাদশে থাকবে। তবে বাকি একাদশ এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার সকালে একাদশ চূড়ান্ত করব। দেখতে হবে কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাই। আর যাই হোক না কেন, এমন দল নিয়ে মাঠে নামতে চাই যাতে ম্যাচটা জেতা যায়।'


আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার


পুণের পিচ ও পরিবেশ পরিস্থিতি থেকে স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারেন। ম্যাচের কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। তবে এখন বেশ গরম। গম্ভীর যদিও বলেছেন, 'বিশ্বের এমন কেউ নেই যে বলে দিতে পারে পিচ কেমন আচরণ করবে। তবে আমাদের ধারণা ভারতীয় উইকেট যেমন হয়, পুণের পিচও তাই হবে।'


 






আরও পড়ুন: সৌরভের মানবিক উদ্যোগ, অভাবী শিশুদের পড়াশোনায় সাহায্য, বয়স্কদেরও পাশে দাঁড়ালেন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।