কলকাতা: নিম্নচাপে পরিণত হল পূর্ব বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোরের মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। 


সোমবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গল তা গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের উপর দিয়ে যাবে।                                                                                                 


আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ‘ডানা'।   


আরও পড়ুন, তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে 'সাইক্লোন ডানা', রাজ্যের কোথাও ল্যান্ডফল হতে পারে?


এর জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ২০ সেন্টি মিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফেরি চলাচল এবং রেল ও সড়ক যোগাযোগের জন্য়ও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।                                                               


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে