সন্দীপ সরকার, ঋত্বিক প্রধান ও হিন্দোল দে,পূর্ব মেদিনীপুর: সোমবার সকাল থেকে আকাশে মেঘ ও রোদের লুকোচুরি। নিম্নচাপের প্রভাব কাটিয়ে স্বাভাবিক ছন্দে পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘা। তবে দুর্ঘটনা এড়াতে এখনও জারি রয়েছে সতর্কতা।


পর্যটকরা যাতে সমুদ্রে নামতে না পারেন, তারজন্য দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে সি বিচ। সেইসঙ্গে টহল দিচ্ছে পুলিশ। 


পর্যটকরা বলছেন, প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়, দূর থেকে দেখছি, দুর্ঘটনা কম হবে। কেউ আবার বলছেন, সি বিচের অনেক দূরেই আছি, পুলিশ যেতে দিচ্ছে না, পুলিশ নজর রেখেছে। 


অন্যদিকে আকাশ কিছুটা পরিষ্কার হতেই সমুদ্রে নামে মাছ ধরার কয়েকটি ট্রলার। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। রবিবার রাতে জলস্তর বাড়লেও। 

আরও পড়ুন : 


জমেছে জল, বিদ্যুৎঘটিত বিপদ এড়াতে কী করবেন



দুর্যোগ কাটায় বকখালির সৈকতে ভিড় করছেন পর্যটকরা। এদিকে, আবহাওয়ার উন্নতি হওয়ায় পাথরপ্রতিমা ও নামখানায় ফের শুরু হয়েছে ফেরি চলাচল। কাকদ্বীপ লট এইট থেকে সাগরের কচুবেড়িয়া পর্যন্ত চলছে ভেসেল। বকখালিতে ভোররাত পর্যন্ত বৃষ্টি হলেও, সকালে মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে সূর্য। আবহাওয়ার উন্নতি হওয়ায় সৈকতে পর্যটকদের ভিড়। 



অন্যদিকে, জওয়াদের প্রভাবে রাতভর হুগলি জেলায় ভারী বৃষ্টি হয়েছে । সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, ধনেখালি-সহ বিস্তীর্ণ এলাকায় কৃষি জমিতে জল জমেছে। মাথায় হাত চাষিদের। অবিরাম বৃষ্টিতে কপি, বেগুন, টোম্যাটো, লঙ্কা, পেঁয়াজ, শাক খেত জলমগ্ন। আলু খেতেও জল। কৃষকদের দাবি, সদ্য বসানো আলুর বীজ নষ্ট হয়েছে। অন্যদিকে, জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায়, মাটি শুকিয়ে আলু বসাতে দেরি হবে। ততদিনে আলু চাষের সময় পেরিয়ে যাবে বলে কৃষকদের দাবি। এর ফলে আগামী বছর আলুর ফলন কমবে বলে আশঙ্কা। 


এখন কাটছে দুর্যোগ। আগামী ৬ ঘণ্টায় আরও দুর্বল হবে নিম্নচাপ। এগোচ্ছে বাংলাদেশের দিকে। কলকাতা-সহ গোটা রাজ্যেই আজ থেকে আবহাওয়ার উন্নতি। 
তবে নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্বমুখী হওয়ায় আজ বাংলাদেশ লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে।