উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নাগাল্যান্ডে (Nagaland) যাচ্ছে না তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। নিরাপত্তা দিতে পারবে না নাগাল্যান্ড সরকার (Nagaland Government)। প্রতিনিধিদল গেলে তাদের বিমানবন্দরে (Airport) আটকে দেওয়া হতে পারে। এই আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে গিয়েও সফর বাতিল তৃণমূল প্রতিনিধিদলের।
গতকাল নাগাল্যান্ড-গুলিকাণ্ডের কড়া নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের (Susmita Dev) নেতৃত্বে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল। মন জেলার ওটিং-এ গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করারও কথা ছিল তৃণমূলের প্রতিনিধিদের। কিন্তু নিরাপত্তাহীনতার আশঙ্কায় শেষ পর্যন্ত সফর বাতিল করল তৃণমূল।
নাগাল্যান্ডে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ের টিরু গ্রাম। একেবারে মায়ানমার সীমান্ত ঘেঁষা। ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশের সমস্যা নতুন নয়। কিন্তু অনুপ্রবেশকারী রুখতে গিয়েই শনিবার রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় সূত্রের দাবি, কয়লা খনিতে কাজ সেরে গ্রামে ফিরছিলেন কয়েক জন। জঙ্গি সন্দেহে তাঁদের লক্ষ্য করে গুলি চালান অসম রাইফেলসের জওয়ানরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ১৪ জনের শরীর। তারপরই উত্তাল হয়ে ওঠে এলাকা। অসম রাইফেলসের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। মৃত্যু হয় এক জওয়ানের।
ঘটনার জেরে রবিবার দিনভর অশান্তি চলে নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায়। নিরীহ গ্রামবাসীদের প্রাণহানির প্রতিবাদে রাস্তায় নামে উত্তেজিত জনতা। মন জেলায় অসম রাইফেলসের ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে।অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অশান্তি যাতে না ছাড়ায় সে জন্য মন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে নাগাল্যান্ড প্রশাসন। SIT গঠন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। শনিবারের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে অসম রাইফেলস বিবৃতি দিয়ে জানায়, গোয়েন্দা সূত্রে টিরু গ্রামে জঙ্গিদের উপস্থিতির কথা জানা গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই চলে অভিযান। এমন ঘটনা গভীর দুঃখের।
এদিকে নাগাল্যান্ড-গুলিকাণ্ডে সংঘাতে কেন্দ্র ও রাজ্য। আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল নাগাল্যান্ড পুলিশ। এফআইআরে উল্লেখ, স্থানীয় পুলিশকে না জানিয়ে, তাদের সাহায্য না চেয়েই অভিযান চালানো হয়। সাধারণ নাগরিকদের খুন ও আহত করাই ছিল নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য। অসম রাইফেলসের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ নাগাল্যান্ড পুলিশের। এদিকে, মন জেলায় জারি হয়েছে কার্ফু। এদিন নিহত গ্রামবাসীদের শেষকৃত্যে যোগ দেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিয়ু। অন্যদিকে, নাগাল্যান্ড-গুলিকাণ্ডের জেরে আফস্পা বাতিলের দাবি জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
আরও পড়ুন: Aung San Suu Kyi : আউং সান সু চির ৪ বছরের কারাদণ্ড দিল আদালত, জুন্টা মুখপাত্রের দাবি