সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফের দুর্যোগের সংকেত। ফের ঝড়ের মুখে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলবর্তী রাজ্যগুলি। আবার নিন্মচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।  দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ( Depression ) । আজ সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।

অতি গভীর নিম্নচাপ কবে

বুধবারের মধ্যে এই নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া  অতি গভীর নিম্নচাপ বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক এর অভিমুখ। আবহাওয়াবিদরা মনে করছেন, তামিলনাড়ু ও পদুচেরি উপকূলে এটি শুক্রবার সকালে আছড়ে পড়তে পারে।

এর প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই ঘূর্ণিঝড় এর নাম মনডাউস (Mandous)। আরব আমির শাহীর দেওয়া নাম।


কোথায় কোথায় প্রভাব 
 অন্ধ্রপ্রদেশ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব থেকে রেহাই পাবে না। বুধবার মধ্যরাত থেকে, বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এছাড়াও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতরের তরফে সোমবারও অতি ভারী বৃষ্টি এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কর্ণাটক কেরালা তামিলনাডু এবং লাক্ষাদ্বীপ সহ-সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টি বাড়বে নিকোবর দ্বীপপুঞ্জে। ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।  দক্ষিণ বঙ্গোপসাগরে ৬০-৭০ কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও পদুচেরি উপকূলে ৭০কিমি বেগে দমকা হাওয়া বইবে।‌ মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন :

শহরজুড়ে কনকনে শীত, এরই মধ্যে পশ্চিমি ঝঞ্ঝার ভ্রুকুটি

আগামী এক সপ্তাহ কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?

Date Min Temp Max Temp Weather
05-Dec 16.0 27.0
Mainly Clear sky
06-Dec 15.0 27.0
Mainly Clear sky
07-Dec 15.0 27.0
Mainly Clear sky
08-Dec 16.0 26.0
Partly cloudy sky
09-Dec 18.0 27.0
Partly cloudy sky
10-Dec 18.0 27.0
Mainly Clear sky
11-Dec 18.0 29.0

Mainly Clear sky