অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা বুধবার। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ( Depression ) । আগামী সপ্তাহে ফের হাওয়া বদল হতে পারে। তার আগে পর্যন্ত আগামী দু তিন দিন শীতের স্পেল থাকবে। তবে কনকনে ঠান্ডা ( Winter ) বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই বলে মনে করছে আবহাওয়া দফতর।
রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত সোমবারে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পূর্ব বাঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ সরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। সোমবারের পর এটি আরও শক্তিশালী হবে। এরপরের দু তিন দিনে ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এর অভিমুখ হবে তামিলনাড়ু -পদুচেরি উপকূল। শুক্রবারের মধ্যে এটি উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ
আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক। শীতের আমেজ দিনভর। সন্ধ্যা ও রাতে হালকা শীতের আমেজ বাড়বে।
- আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৬ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
- সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
- রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস।
- দুটোই স্বাভাবিক তাপমাত্রা।
আরও পড়ুন, গাড়ির টায়ারে থরে থরে বান্ডিল, বানারহাটে নাকা তল্লাশিতে উদ্ধার ৫০ লক্ষ টাকা, ধৃত ৫
উত্তরবঙ্গের আবহাওয়া
স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা । আপাতত সেই তাপমাত্রায় কোন পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে, অনুমান আবহাওয়া দফতরের। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এই মুহূর্তে কলকাতা বা জেলা কোথাও তেমনভাবে নেই বলে অনুমান । বইবে উত্তুরে হওয়া। জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে। আগামী দু-তিন দিনভর শীতের আমেজ বজায় থাকবে।
আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ শ্রীলংকা উপকূল এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। কর্ণাটক কেরালা তামিলনাডু এবং লাক্ষাদ্বীপ সহ-সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টি বাড়বে নিকোবর দ্বীপপুঞ্জে। ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।
দক্ষিণ বঙ্গোপসাগরে ৬০-৭০ কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহষ্পতিবার ও শুক্রবার অন্ধ্র প্রদেশ তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে ৭০কিমি বেগে দমকা হাওয়া বইবে। মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান অনিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।