অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সন্ধের সময়ই অন্ধ্রপ্রদেশের উপকূল কাকিনাড়া বন্দরের কাছে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় মন্থার। সেই সময় এর গতিবেগ হবে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। ইতিমধ্যেই নেওয়া হয়েছে চরম সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মঙ্গলবারের মধ্যেই বাংলার উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল ২৮ শে অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলেও এই ঝড়ের প্রভাব পড়তে পারে।
ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ডফল অন্ধ্র উপকূলে হলেও, তার একটা প্রভাব পড়তে পারে বঙ্গেও। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ৩১ অক্টোবর দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি চলে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টি?
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।
বুধবার কোথায় কোথায় বৃষ্টি?
কাল বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম - এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উপকূলে হাওয়ার গতিবেগ বাড়তে পারে।
বৃহস্পতিবারেকোথায় কোথায় বৃষ্টি?
বৃহস্পতিবারেও ভারী বৃষ্টি। পুরুলিয়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
শুক্রবারের পূর্বাভাস
শুক্রবারেও ভারী বৃষ্টি বীরভূম এবং মুর্শিদাবাদে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।