কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের দাপটে (Cyclone Remal Update) বিপর্যস্ত জনজীবন। সপ্তাহের প্রথম কাজের দিনে চরম হয়রানির শিকার হলেন যাত্রীরা। প্রবল বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড তিলোত্তমা। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় উপড়ে পড়ে গাছ। যার জেরে ব্য়াহত হয় যান চলাচল।
ট্রেন যাত্রীদের হয়রানি: রবিবার রাত ১১টার পর থেকেই শিয়ালদা দক্ষিণ শাখায় স্তব্ধ ছিল ট্রেন চলাচল। ক্য়ানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, সোনারপুর, বজবজ শাখায় একাধিক জায়গায় রেললাইনে গাছ পড়ে যায়। ভোর থেকে টাওয়ার ভ্যানের সাহায্যে সেগুলি সরানোর কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। একই ছবি দেখা যায় নামখানা স্টেশনেও। কেউ সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে, তো কেউ রাতভর অপেক্ষা করেও পৌঁছতে পারেননি গন্তব্যে। সকাল ৬টায় ট্রেন পরিষেবা চালুর কথা বলা হয়েছিল রেলের তরফে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শিয়ালদা থেকে প্রথম ক্যানিং লোকাল ছাড়ে সাড়ে ৯টার পর। টানা বৃষ্টিতে দক্ষিণ পূর্ব শাখাতেও ব্যাহত হয় রেল পরিষেবা। টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে লাইনে জল জমে যায়। তাই হাওড়া-পাঁশকুড়া, মেচেদা আপ ও ডাউনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়।
ব্যাহত মেট্রো পরিষেবা: রেমালের প্রভাব, সপ্তাহের প্রথম কাজের দিনই ব্য়াহত মেট্রো পরিষেবা। রাতভর ঝড়-বৃষ্টিতে, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড মেট্রো লাইনে জল ঢুকে পড়ায় বিপত্তি ঘটে। যার জেরে সোমবার সকালে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকে মেট্রো চলাচল। সমস্য়ায় পড়তে হয় নিত্য়যাত্রীদের। দ্রুত জমা জল বার করা শুরু করে মেট্রোরেল কর্তৃপক্ষ। এরপর দুপুর ১২টা নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। চালু হয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল।
রেমালের জেরে এক ঝটকায় দাম বেড়েছে বিমানের টিকিটের। ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাস মতো রবিবার দুপুর ১২ থেকে বন্ধ রাখা হয় কলকাতার বিমান পরিষেবা। মোট ৩৯৪ টি ফ্লাইট বাতিল করা হয়। সোমবার সকালে আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল ৮টা ১৫ নাগাদ চালু হয় বিমান ওঠা নামা। তবে বেলায় ঝোড়ো হাওয়ার দাপটে সমস্য়া শুরু হয় বিমান অবতরণে। সোমবার কলকাতা থেকে গুয়াহাটি, টিকিটের দাম উঠে যায়, প্রায় ৩৮ হাজার টাকা পর্যন্ত। কলকাতা থেকে বাগডোগরা ফ্লাইটের টিকিটের দাম হয়ে যায় ৩৬ হাজারের বেশি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cyclone Remal Update: রেমালের ক্ষয়ক্ষতিতে কী ব্যবস্থা? জেলা শাসকের দফতরে হুগলির বিজেপি প্রার্থী