সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রেমালের জেরে (Remal Cyclone Update) রাতভর ভারী বৃষ্টি, সঙ্গে অবিরাম ঝোড়ো হাওয়া, আর সকাল হতেই, দিকে দিকে স্পষ্ট দুর্যোগের ছাপ। যার প্রভাব থেকে রেহাই পায়নি হুগলিও। রেমালের ক্ষয়ক্ষতিতে কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন তা জানতে হুগলি জেলা শাসকের দফতরে যান হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।


জেলা শাসকের দফতরে বিজেপি প্রার্থী: এদিন হুগলির অতিরিক্ত জেলাশাসক তরুণ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রেমালে হুগলিতে ফসল ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। যেহেতু নির্বাচন আচরণবিধি এখন চালু রয়েছে দলগতভাবে কোনও সাহায্য করা যাবে না। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারে। জেলা প্রশাসন কীভাবে দুর্গতদের পাশে দাঁড়াবে তা নিয়ে আলোচনা করেন বিজেপি প্রার্থী। কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব প্রশাসন করবে। পাশাপাশি তাদের কাছেও যদি কোনও খবর থাকে সেগুলো দিতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। লকেট বলেন, চুঁচুড়া, বলাগড়, চন্দননগর সহ বিভিন্ন জায়গায় যে ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করে আমরা জেলা প্রশাসনকে দেব।  ঝড়ের বিষয় ছাড়া আরও একটি বিষয় আমরা প্রশাসনের কাছে জানিয়েছি। ভোট গণনার দিন যাতে নিরপেক্ষভাবে কাজ করে ভোট গণনার যুক্ত কর্মীরা সে বিষয়টা দেখতে বলেছি। কারণ আমাদের আশঙ্কা আই প্যাক থেকে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। স্বচ্ছতার সঙ্গে গণনার কাজ যাতে হয় সে বিষয়টা আমরা জানিয়েছি। যাঁরা গণনার কাজে যুক্ত থাকবেন তাঁদের ব্যাকগ্রাউন্ড যেন খতিয়ে দেখা হয়।''


ঘূর্ণিঝড় রেমালের দাপটে হুগলির ভদ্রেশ্বরে ভেঙে পড়ে বাড়ি। ঘটনায় এক মহিলা আহত হন। রাত ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ির একাংশ ভেঙে পড়ে যায়। ব্যান্ডেলে জিটি রোডের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি ঘূর্ণিঝড়ের জেরে হাওড়ায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়। সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, ঘুসুড়ি এবং লিলুয়ার বেশ কিছু জায়গায় জল জমে। বালি পুরসভারও বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি কয়েকটি জায়গায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Remal Cyclone Update: উত্তরে দুর্যোগের আশঙ্কা, কবে স্বাভাবিক ছন্দে ফিরবে দক্ষিণবঙ্গ?