Phone Laptop Fast Charging: এবার থেকে এক মিনিটেই চার্জ দেওয়া যাবে ফোন আর ল্যাপটপ। শুনতে অসম্ভব মনে হলেও একেবারে সত্যি এটি। কোনও ম্যাজিক বা ভেল্কি নয়, এটি বিজ্ঞানের হাতযশ। যার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় বংশোদ্ভুত গবেষক অঙ্কুর গুপ্তের গবেষণা। তাঁর এই গবেষণার সাহায্যে একটি ইলেকট্রিক গাড়িকে ১০ মিনিটে চার্জ দেওয়া যাবে। অন্যদিকে ফোন, ল্যাপটপের মতো ছোট ডিভাইসকে এক মিনিটের মধ্যে চার্জ দেওয়া যাবে। অঙ্কুর গুপ্ত আমেরিকার কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের কেমিকাল ও বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক। অঙ্কুর ও তাঁর দলের এই গবেষণা প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব ন্যাশনাল আকাডেমি অব সায়েন্সেসে। 


কীভাবে সম্ভব হল এই ম্যাজিক ?


চার্জিং আসলে আয়নের খেলা। পজিটিভ ও নেগেটিভ আয়ন একদিক থেকে অন্যদিকে যায়। পরস্পরের বিপরীতে যায়। আর তার মধ্যেই একটি দিকে চার্জ জলের ধারার মতো প্রবাহিত হয়। এই প্রবাহ তখনই শেষ হয়, যখন চার্জ ফুল হয়ে যায়। অঙ্কুর ও তাঁর দল একটি মাইক্রোস্কোপিক অর্থাৎ আনুবীক্ষণিক ছিদ্রের মধ্যে আয়নের চলাফেরাকে পর্যবেক্ষণ করেছেন। সেই পর্যবেক্ষণের সিদ্ধান্তই এবার যুগান্তকারী আবিষ্কারের চেহারা নিল। গবেষক অঙ্কুরের দাবি, এর সাহায্যে অতি উন্নতমানের ক্যাপাসিটর তৈরি করা সম্ভব।


সুপারক্যাপাসিটরের ক্ষমতা দিয়ে…


অঙ্কুর গুপ্ত সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, একটি সুপারক্যাপাসিটরের মধ্যে এমন অসংখ্য আনুবীক্ষণিক ছিদ্র থাকে। সেখানেই ঘোরাফেরা করে আয়নগুলি। ওই আয়নগুলিই চার্জ করতে কাজে লাগে। অঙ্কুরের কথায়, ব্যাটারির চেয়ে অনেকগুণ বেশি কার্যকরী সুপারক্যাপাসিটর। কারণ এগুলি দ্রুত চার্জ করে দেয়। একই সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত টিঁকে থাকে।


পাওয়ার গ্রিডের জন্য যুগান্তকারী গবেষণা


সংবাদমাধ্যমকে অঙ্কুর জানান, এই সুপারক্যাপাসিটর শুধু যে ফোন আর গাড়ি চার্জ দিতে কাজে লাগবে, তা কিন্তু নয়। এর পাশাপাশি পাওয়ার গ্রিডের মধ্যে বিদ্যুৎ সঞ্চয় ও চার্জিংয়ের কাজেও লাগবে এই সুপারক্যাপাসিটর। যখন বিদ্যুতের চাহিদা কম থাকে,তখন বিদ্যুৎ সঞ্চয় করা দরকার। আবার যখন বিদ্যুতের চাহিদা বেশি, তখন বিদ্যুৎ দ্রুত সরবরাহ করা দরকার। অঙ্কুর গুপ্তের কথায়, সুপারক্যাপাসিটর দ্রুত গতিতে কাজ করে। যা এর অন্যতম বৈশিষ্ট্য। ফলে পাওয়ার গ্রিডের জন্য সহজে এটিকে ব্যবহার করা সম্ভব। এখন শুধু অপেক্ষা এই আবিষ্কারের ভিত্তিতে বিশেষ ক্যাপাসিটরটি তৈরি করার।


আরও পড়ুন - Gliese 12 b: আমাদের মত আর‍ও কেউ আছে? সত্যিই খোঁজ মিলল আরেক 'পৃথিবীর' !


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।