গৌতম মণ্ডল, পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: এন্টালির পর এবার মৌসুনী দ্বীপ। ঘূর্ণিঝড় রেমালের জেরে আরও এক মৃত্যু। মৃতার নাম রেণুকা মণ্ডল (Renuka Mandal)। জানা গিয়েছে, তিনি মৌসুনি দ্বীপের বাসিন্দা।
গতকাল রাতে প্রবল বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপটে গাছ ভেঙে বাড়ি চাপা পড়ে মৃত্যু হল রেনুকা মণ্ডলের। মৃত্যুকালীন তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুনি দ্বীপে। রাত আটটা নাগাদ বাড়ির পাশের টিনের ছাউনি দেওয়া মাটির রান্নাঘরে বসেছিলেন বৃদ্ধা। আচমকা সেই সময় পাশের একটি গাছ ভেঙে রান্নাঘরের উপরে পড়লে চাপা পড়ে যায়। তড়িঘড়ি পরিবারের লোকজনেরা সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন।
রেমাল-দুর্যোগের মধ্যে ইতিমধ্যেই মর্মান্তিক মৃত্যুর মুখোমুখী হয়েছে কলকাতা। এন্টালির বিবির বাগানে বাড়ির কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির।ক্যামাক স্ট্রিটেও ভেঙে পড়ে বাড়ির একাংশ। প্রসঙ্গত প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের জেরে একাধিক মৃত্যুর ঘটনা সামনে আসে। কখনও বাজ পরে মৃত্যুর মুখোমুখী হয় অনেকে। অধিকাংশ ক্ষেত্রে চাষীরা এমন ধরণের ঘটনার সম্মুখীন হন। ফাঁকা জমি, বা মাঠে বাজ পড়ে মৃত্যুর ভুরিভুরি ঘটনা রয়েছে বাংলায়।
কিন্তু সেতো প্রাকৃতিক কারণে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। তবে বিদ্যুৎবাহী সংস্পর্শে মৃত্যুর ঘটনায় বারবারই বেরিয়ে আসে ক্ষোভ। মূলত এটাকে ম্যানমেড অর্থাৎ কর্তব্যের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এর আগে কলকাতা, সল্টলেক একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনার উদাহরণ রয়েছে। অনেকক্ষেত্রেই প্রাকৃতিক দুর্যোগ কেটে গিয়েছে। তারপর বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে শহরের অনেক জায়গায় বিদ্যুৎ এর খোলা তার এবং বৃষ্টির জমা জল খলনায়ক হয়ে উঠেছে। বৃষ্টির জলে এমনিতেই অ্যাসিডিক মাত্রা থাকায় শরীরের সংস্পর্ষ আসা মাত্র দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন, বিমান পরিষেবা চালু কলকাতায়, আবহাওয়ার উন্নতিতে এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।