কলকাতা: চালু হল বিমান পরিষেবা (Flight Service)। গতকাল বেলা ১২টা থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা। চালু হওয়ার কথা ছিল আজ সকাল ৯টায়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮.৩০ থেকেই চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া। তবে গতকাল প্রায় ৪০০ উড়ান বাতিল হয়। সেই কারণে আজ পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। পরিষেবা স্বাভাবিক হতে সারাদিন লেগে যেতে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। 


বিমান পরিষেবা চালু কলকাতায়


তবে পরিষেবা চালুও হলেও, পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেই খবর। মূলত, ঘূর্ণিঝড় রেমালের কারণে পরিষেবা ২১ ঘণ্টা বন্ধ থাকবে, এই ঘোষণা আগেই কলকাতা বিমান বন্দরের তরফে করা হয়েছিল। রবিবার শেষ বিমান ছেড়েছিল দুপুর সোয়া ১২ টা নাগাদ। তারপর গোটা দিন পরিষেবা বন্ধ থাকার পর এদিন ফের চালু হল বিমান পরিষেবা।ঘূর্ণিঝড় শক্তি হারালেও দুর্যোগ কমেনি। দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। ল্যান্ড ফলের পর শক্তি হারিয়েছে রেমাল। 


দুর্যোগ কমেনি, পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে


হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে তা ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়া। রেমালের প্রভাবে আজও দক্ষিণববঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেলের পর কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে।


আরও পড়ুন, ঘূর্ণিঝড় রেমালের জেরে ভাঙল নদী বাঁধ, তীব্র বেগে ঢুকল জল, ঘুম উড়ল স্থানীয়দের..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।