রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: 'রেমাল' (Cyclone Remal Update) চলে গিয়েছে, তার প্রভাব এখনও দগদগে! বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। কলকাতার কাছে, রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার কথাই ধরা যাক। এখানকার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে যাওয়ায় এই সমস্যায়। সকাল থেকে পুরসভার কর্মীরা নানা জায়গায় গাছ কাটার কাজ করছেন। কখন ফিরবে বিদ্যুৎ সংযোগ? অনেকের চোখেমুখে ভেসে উঠল 'আমফান'-র স্মৃতি।
ছবি...
গাছ পড়ে যাওয়ায় রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার একাধিক এলাকায় যে শুধু বিদ্যুৎ নেই, তা-ই নয়। নরেন্দ্রপুর অঞ্চলে গাছ উপড়ে পড়ায় যান চলাচলেও সমস্যা হচ্ছে। তার উপর বিদ্যুৎ না থাকায় বহু জায়গায় পানীয় জল সরবরাহের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিকল্প হিসেবে বিভিন্ন পাম্পিং ষ্টেশনে জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। তবে আশার কথা একটাই। আপাতত, জল জমার কোনও সমস্যা এখানে পাওয়া যায়নি। আপাতত যান চলাচলের সমস্যা কমাতে রাস্তার উপর উপড়ে পড়া গাছ কাটার চেষ্টা চলছে বলেও জানান রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান।
ক্ষয়ক্ষতি...
'রেমাল'-র দাপটে রাজ্যে একের পর এক মৃত্যুর খবর শোনা যাচ্ছে। কলকাতায় এন্টালির বিবির বাগানে কার্নিশের চাঙড় ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর মেলে। তার পরের ঘটনাটি ছিল মৌসুনি দ্বীপের। মৃতের নাম রেনুকা মণ্ডল। বয়স ৮০ বছর। গত কাল, রাত আটটা নাগাদ বাড়ির পাশের টিনের ছাউনি দেওয়া মাটির রান্নাঘরে বসেছিলেন বৃদ্ধা। আচমকা সেই সময় পাশের একটি গাছ ভেঙে রান্নাঘরের উপরে পড়লে চাপা পড়ে যায়। তড়িঘড়ি পরিবারের লোকজনেরা সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। মর্মান্তিক ঘটনাটি ঘটে মেমারি থানার অন্তর্গত কলানবগ্রাম কোঙারপাড়ায়। মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, ঝড়ে ভেঙে পরা কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎবাহি তারের সংস্পর্শে আসতেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,রেমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলা গাছ কাটতে গিয়ে প্রথমে বাবা ফড়ে সিং বিদ্যুৎ বাহিত তারের সংস্পর্শে চলে আসেন। বাবাকে বাঁচাতে এসে তরুন সিং। তিনিও বিদ্যুৎপৃষ্ট হন।তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বড়শুল হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন:হুইল চেয়ারেই জল পেরিয়ে হাসপাতালে, মেডিক্যাল কলেজে কীভাবে চলছে রোগী দেখা ?