কলকাতা : সাইক্লোন রিমালের বা রেমালের আগমন নিয়ে ইতিমধ্যেই উৎকণ্ঠা তৈরি হয়েছে। কবে তৈরি হবে রেমাল, আদৌ ঘূর্ণিঝড় তৈরির মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি ? উত্তর দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি পরিস্থিতি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের সেটি অবস্থান করছে। ২২ মে নাগাদ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। 

আবহবিদদের ধারণা, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে সেই নিম্নচাপ। শুক্রবার সকালের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তা থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে।   তার ফলে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে। ভারী বৃষ্টিপাত থেকে, ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা থাকছে।তবে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, কোন পথে এগোবে সাইক্লোন, তা এখনও বলা যাচ্ছে না। আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

আবহবিদরা মনে করছেন, যদি  এই ঘূর্ণিঝড় তৈরি হয়, তবে বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল হতে পারে।  তবে এই মডেলের ল্যান্ডফল নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। মৌসমভবন মনে করছে, পশ্চিমবঙ্গে এর ততটা প্রভাব নাও পড়তে পারে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই।

এখনও পর্যন্ত দিল্লির মৌসম ভবন থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। অতি গভীর নিম্নচাপ হওয়ার পর এটির দিক ও গতি পরিবর্তন হতে পারে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে সিস্টেম টিকে। বিশ্বের বিভিন্ন আবহাওয়া রিসার্চ মডিউল দাবি করছে এই সিস্টেমের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল।

যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে গ্লোবাল বে অফ বেঙ্গল মডেল অনুয়ায়ী এটির নামকরণ হবে রিমেল। নামটি ওমানের দেওয়া। শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। বাড়বে ঢেউয়ের উচ্চতা। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 

কলকাতার আগামী ৭ দিনের আবহাওয়া নিয়ে কী বলছে IMD ? 
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
21-May 25.0 36.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
22-May 26.0 36.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
23-May 27.0 37.0
Generally cloudy sky with Light rain
24-May 26.0 36.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-May 25.0 32.0
NA
26-May 25.0 32.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
27-May 25.0 32.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন :

জগন্নাথদেবকে নিয়ে বিরাট ভুল ! বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন সম্বিত, প্রায়শ্চিত্ত করতে ৩ দিন রাখছেন উপবাস