গৌতম মণ্ডল, কাকদ্বীপ: লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) ভোটগ্রহণ চলাকালীনই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে বাঁচার জন্য সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সবরকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি প্রশাসনিক আধিকারিকরা। রবিবার মধ্যরাতে বাংলাদেশের উপকূল অঞ্চলে প্রায় ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার কথা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। এর প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের সুন্দরবন সহ সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতেও। প্রাকৃতিক এই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসনও।
ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় প্রস্তুত রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনও। শনিবার দুপুরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্টি হওয়া প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলার জন্য কাকদ্বীপ মহকুমা প্রশাসনিক ভবনে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ওই বৈঠকে রবি ও সোমবার সুন্দরবনের সব ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
সুন্দরবনের বিছিন্ন দ্বীপ ঘোড়ামারা, মৌসুনি ও জি-প্লটে শনিবার থেকেই শুকনো খাবার ও পানীয় জল পাঠানো শুরু করেছে প্রশাসন। শুকনো খাবার ও পানীয় জলের পাশাপাশি শিশুদের জন্য গুঁড়ো দুধও মজুত করছে প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রতিটি ব্লক হাসপাতালে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যয়ের সঙ্গে যুক্ত সব সরকারি কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে তুলে নিয়ে যাওয়া হবে। এজন্য ফ্লাড সেল্টার ও স্কুলগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, শক্তি বাড়িয়ে ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মাঝরাতে প্রায় ১৩০ কিলোমিটার বেগে তা আছড়ে পড়ার কথা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। যার প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টির হওয়ার কথা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। যার মধ্যে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রেমালের প্রভাব পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।