কলকাতা: কলকাতা (Kolkata) সহ রাজ্য়ের বিভিন্ন জেলাতে কয়েকদিনের বৃষ্টিতে (Rain) খানিক স্বস্তি মিললেও, ফের তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। এই আবহেই কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ঘূর্ণিঝড় 'রেমালে'র (Cyclone Remal) আশঙ্কা।


আবহবিদরা জানিয়েছেন, এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'রেমাল' তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৩ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে।  ২৩ মে-র পর তা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও আন্দামান সাগরের উত্তরদিকে অবস্থান করতে পারে।                                         


আয়লা, আম্ফানের পর সেই মে মাসেই চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। যার নাম ‘রেমাল’। ঝড়ের নাম দিয়েছে ওমান। রেমাল শব্দের অর্থ বালি। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে ২২ মে তৈরি হতে পারে একটি নিম্নচাপ বলয়। মধ্য বঙ্গোপসাগরে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা রয়েছে ৬০ শতাংশ। 


আরও পড়ুন, সকাল থেকেই আকাশে জমছে মেঘ, আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু?


শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হলে, পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে এটি গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, গভীর নিম্নচাপে যদি পরিণত হয়ও, তাহলেও, পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার আশঙ্কা যথেষ্ট কম।


আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ২৩ মে নিম্নচাপ হবার মাঝারি সম্ভাবনা রয়েছে। শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হলে পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপ, তারপর গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, গভীর নিম্নচাপ হলেও তা পশ্চিমবঙ্গে প্রভাব ফেলার সম্ভাবনা যথেষ্ট কম।'                               


রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।                                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে