সঞ্চয়ন মিত্র, কলকাতা : কালীপুজোয় ( Kali Puja 2022 )  কি ভাসবে মহানগর ? মাটি হয়ে যাবে কি আলোর উৎসবের আনন্দ ? সবটাই এখন নির্ভর করছে ঘূর্ণিঝড় সিত্রাং ( Sitrang Cyclone ) -এর উপর। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে যেতে পারে ধনতেরস উৎসবের আগেই।

  


আমফান, ইয়াসের পর, রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। কতটা গভীর হতে চলেছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব ?  আবহাওয়া দফতরের পূর্বাভাস,  শনিবারই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। রবিবার তা আরও শক্তি বাড়িয়ে হবে, অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা ।


সোমবার, কালীপুজোর দিন  গভীর নিম্নচাপ পরিণত হবে সিত্রাং ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার ঘূর্ণিঝড় এসে পৌঁছবে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে। আবহাওয়া দফতর সূত্রে খবর,



  • ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে।

  • তিন জেলাতেই প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

  • কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

  • এই পরিস্থিতিতে মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

     আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা  সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুন্দরবন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ফেরি সার্ভিস তাই বন্ধ থাককে ২৪-২৫ অক্টোবরে।  এই দুই দিন সমুদ্রের ধারের পর্যটনকেন্দ্রে ওয়াটার বেসড অ্যাক্টিভিটিস বন্ধ রাখতে বলা হয়েছে। ইতিমধ্যে, মইপীঠ, ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে, নদী উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মাইকে প্রচার। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দিঘার সমুদ্র সৈকতেও নজরদারি চালাচ্ছে প্রশাসন।

    কালীপুজোর মধ্যেই রাজ্যের উপকূলের দিক ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, পরিস্থিতি মোকাবিলায় তত্‍পর রয়েছে প্রশাসনও।  দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। শুক্রবার, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন, মুখ্যসচিব।  বৈঠকে ছিলেন, ২০টি দফতরের সচিবরা। নবান্নের তরফে জানানো হয়েছে, ঝড়ের কারণে একাধিক দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিল হয়েছে পুরকর্মীদের একাংশেরও। শুক্রবার, কলকাতা পুরসভায় বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করেন মেয়র। প্রথম দফায় পুর আধিকারিকদের সঙ্গে মিটিং। দ্বিতীয় দফায়, ভার্চুয়াল বৈঠক করেন, উপকূলবর্তী এলাকার প্রশাসনের সঙ্গে।