জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের (TMC) প্রাক্তন পঞ্চায়েত প্রধানের (Ex Panchayat Pradhan) বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন লাগল। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতার বৃদ্ধা শাশুড়ির (mother in law)। ঘটনা পাথরপ্রতিমার (Patharpratima) হেরম্ব গোপালপুরের।


গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড, মৃত্যু তৃণমূল নেতার শাশুড়ির


পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল নেতার শাশুড়ির। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় রান্না করার সময় তৃণমূলের প্রাক্তন প্রধান বনমালি ঘোড়ুইয়ের বাড়িতে আগুন লাগে। বাকিরা বাইরে বেরিয়ে এলেও দোতলা থেকে নামতে গিয়ে অগ্নিদগ্ধ হন তৃণমূল নেতার শাশুড়ি ৭৫ বছরের জ্যোৎস্না মাইতি। রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘণ্টা দেড়েকের চেষ্টায় স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোতলা বাড়ির একাংশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার হঠাৎ ফেটে যায়। তারপরেই বাড়ির একতলায় আগুন লেগে যায়। বাড়ির দোতলা কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় আগুনের তীব্রতা বাড়ে। দোতলার বেশিরভাগ অংশই পুড়ে যায়। বাড়িতে আগুন দেখে বাইরে বের হতে গিয়ে হাত পা পুড়ে যায় তৃণমূল নেতার বৃদ্ধার শাশুড়ির। সেই মুহূর্তেই তাঁকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাঁর মৃত্যু হয় হাসপাতালে। অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ওই এলাকা।


আরও পড়ুন: North 24 Paraganas: ফের শ্যুটআউট ভাটপাড়ায়, খাওয়াদাওয়ার আসরে বন্ধুর গুলিতে গুরুতর জখম যুবক


দিন কয়েক আগে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর (barrackpore) বটতলা এলাকায় অগ্নিকাণ্ডের (fire) ঘটনা ঘটে। বাড়ির ভিতরের গ্যারেজে ভস্মীভূত (burnt) হয়ে যায় গাড়ি (car)। মাঝ রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এই নিয়ে গত ওই এক সপ্তাহে তৃতীয় বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ব্যারাকপুর-বারাসত রোডের বটতলা এলাকায়।


গত বছর মে মাসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল নিউ ব্যারাকপুরের একটি কারখানায়। কারখানার ৪ শ্রমিক বেশ কিছু ক্ষণ নিখোঁজ থাকলেও পরে তিন তলার ছাদে ওঠার সিঁড়ি থেকে তাঁদের দগ্ধ দেহ পাওয়া যায়।