সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের শ্যুটআউটের (shootout) ঘটনা ঘটল ভাটপাড়ায় (Bhatpara)। বন্ধুর গুলিতে গুরুতর জখম হলেন যুবক (Youth Injured)। ঠিক কী ঘটেছিল? কী জানা যাচ্ছে স্থানীয় সূত্রে?
ভাটপাড়ায় ফের শ্যুটআউট
আবারও উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় শ্যুটআউটের ঘটনা ঘটল। স্থানীয় বাসিন্দাদের থেকে পাওয়া খবর অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত ১০টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপুরে কয়েকজন যুবক খাওয়াদাওয়া করছিলেন। অভিযোগ, সেখানে বচসার জেরে মহম্মদ খুরশিদ নামে বছর তিরিশের যুবককে গুলি করে তাঁর বন্ধু মহম্মদ শাহজাদা। পেটে গুলি লাগে খুরশিদের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে।
কিন্তু বন্ধুদের খাওয়াদাওয়ায় হঠাৎ কী এমন হল? কেন একে অপরের দিকে গুলি ছুড়ে দিলেন বন্ধু? হামলার কারণ নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে। অভিযুক্ত যুবক আপাতত পলাতক।
কালকে রাত্রিবেলা ১০টা নাগাদ ভাটপাড়া থানার বারুইপাড়া এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবককে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজে, তারপর সেখান থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বন্ধুবান্ধবেরা বসে ছিলেন ও গল্পের আসর বসেছিল। পেশাল রোলার চালক বছর তিরিশের মহম্মদ খুরশিদকে গুলি করে তার বন্ধু। খুব কাছ থেকে পেটে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শুরুতেই তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সেখান থেকে আর জি কর ও এসএসকেএমে ভর্তি করা হয়েছে। বচসার জেরেই গুলি বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। এখনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।
আরও পড়ুন: Kolkata Home Stay: এবার কলকাতায় 'হোম স্টে' সংস্কৃতি চালু করতে উদ্যোগী পুরসভা, তৈরি হল গাইডলাইন
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেও ভরসন্ধেয় জগদ্দলে শ্যুটআউট (Shootout)-এর ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ২ অগাস্ট সন্ধেয় ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় ২ রাউন্ড গুলি চলে। সিসি ক্যামেরার (CCTV Footage) ফুটেজে ধরা পড়ে গুলি চলার ছবি। গুলিতে জখম হন এক মহিলা-সহ ২। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Bhatpara State General Hospital) নিয়ে যাওয়া হয়।