আবীর দত্ত, কলকাতা: ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণার পরেই, রাজ্যে বকেয়া DA নিয়ে আন্দোলনে সরকারের ওপর চাপ বাড়াতে চাইছেন শহিদ মিনারে (Sahid Miner) অবস্থানরত রাজ্য সরকারি কর্মীরা। ভাঁওতাবাজিতে বিশ্বাস করবেন না, এখানে এসে দেখে যান কী পরিস্থিতি, এই মর্মে ত্রিপুরার সরকারি কর্মীদের চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এর পাশাপাশি, বকেয়া DA-র দাবিতে আগামী ১৩ ফেব্রুয়ারি একদিনের কর্মবিরতিতে ও ১৭ তারিখ বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা।


আজ ১৩ দিনে পড়ল, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে এবার ত্রিপুরার (Tripura) সরকারি কর্মীদের চিঠি পাঠাচ্ছেন তাঁরা। ভাঁওতাবাজিতে বিশ্বাস করবেন না, এখানে এসে দেখে যান কী পরিস্থিতি । মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ত্রিপুরা সফরের পরই, এই মর্মে চিঠি পাঠানো হচ্ছে বলে দাবি আন্দোলনরত কর্মীদের।


মঙ্গলবার, ত্রিপুরার ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) মুখে ছিল বাংলা মডেলের কথা । এরপরই বকেয়া DA নিয়ে আন্দোলনে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে চাইছেন শহিদ মিনারে অবস্থানরত রাজ্য সরকারি কর্মীরা । 


ভাঁওতাবাজিতে বিশ্বাস করবেন না, এখানে এসে দেখে যান কী পরিস্থিতি, এই মর্মে ত্রিপুরার সরকারি কর্মীদের চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বকেয়া DA-র দাবিতে ঝাঁঝ বাড়াচ্ছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। বুধবার ১৩দিনে পড়ল, সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান । 


এ দিনও, শহিদ মিনার চত্বরে ছবিটা ছিল একইরকম । হাতে হাতে প্ল্যাকার্ড। মুখে মুখে স্লোগান । পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ । বকেয়া DA-র দাবিতে আগামী ১৩ ফেব্রুয়ারি একদিনের কর্মবিরতি ও ১৭ তারিখ বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। 


ভোটের আগে ত্রিপুরায় দলেরই রাজ্য সহ সভাপতির মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোকে ফ্লপ আখ্যা দিলেন আশিসলাল সিংহ। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এদিকে বিজেপির ইস্তেহার প্রকাশ করতে কাল ত্রিপুরা যাচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।  


আরও পড়ুন: Bankura: গ্রামে 'সারপ্রাইজ ভিজিট', দলীয় কর্মীদের ক্ষোভের মুখে সায়ন্তিকা