হিন্দোল দে, অরিত্রিক ভট্টাচার্য, মুন্না আগরওয়াল, কলকাতা: বকেয়া DA-র দাবিতে কাল ও পরশু কর্মবিরতি হচ্ছেই। রাজ্য সরকার সার্কুলার জারির পরও সিদ্ধান্ত অনড় রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সার্কুলার জারি করায় অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থকে আইনি নোটিসও পাঠিয়েছে তারা। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এটা একটি কালা সার্কুলার, সরকার সার্কুলার দিলেও কর্মবিরতিতে অনড় থাকবেন। রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। এরই মধ্যে সেই আগুনে কার্যত ঘি ঢেলেছে, রাজ্য সরকারের সার্কুলার!!
৩ শতাংশ DA বৃদ্ধির পরও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক রয়েছে ৩২ শতাংশ। এরই প্রতিবাদে, সোম ও মঙ্গলবার রাজ্য সরকারের দফতরে কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। যার মোকাবিলায় শনিবার এই কড়া সার্কুলার জারি করে নবান্ন। অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থের জারি করা নির্দেশিকায় উল্লেখ জানিয়ে দেওয়া হয়েছে।
কী কী বলা হয়েছে:
- সোম ও মঙ্গলবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না।
- কর্মবিরতিতে সামিল হলে চাকরি জীবন থেকে বাদ যাবে একদিন।
- করা হবে শোকজ।
কী কী থাকলে ছাড়:
- শুধুমাত্র হাসপাতালে ভর্তি
- স্বজনের মৃত্যু
- মাতৃত্বকালীন ছুটি বা সন্তানের দেখভালের জন্য ছুটি নেওয়া থাকলে, তা মঞ্জুর করা হবে।
নবান্ন এই সার্কুলার জারি করতেই, আরও ঝাঁঝ বাড়িয়েছেন DA-এর দাবিতে আন্দোলনকারীরা। রবিবার আন্দোলন স্থলে, প্রতীকী সার্কুলার জ্বালিয়ে, জানানো হয় প্রতিবাদ। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন ২৪ দিনে পড়ল। আর অনশন ১০ দিনে পড়ল। দাবি আদায় না করা পর্যন্ত চলবে এই আন্দোলন। ২০ ও ২১ ফেব্রুয়ারি সারাদিনের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। সরকার কড়া মনোভাব দেখানোর পরেও সেটা করবেনই বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সরকার ভয় পেয়েছে বলেও দাবি জানিয়েছেন তাঁরা। সরকারের তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না, তাঁরা আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানিয়েছেন। রাজ্য সরকারের কড়া সার্কুলার। বকেয়া DA'এর দাবিতে, সোম-মঙ্গল কর্মবিরতিতে অনড়। তৃণমূলকে নিশানা বিজেপি, সিপিএমের। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'কারা অর্ডার করেছেন জানি না? আইন তারা বোঝেন না, সার্ভিস ব্রেক এইভাবে করা যায় না, কোর্ট আছে। কোর্টে গেলে থাপ্পড় মেরে আবার রাজ্য সরকারকে বাড়ি পাঠিয়ে দেবে। এর আগেও বহুবার থাপ্পড় খেয়েছে রাজ্য সরকার লজ্জা হয় না। এদের কারও সার্ভিস ব্রেক করতে পারে না রাজ্য সরকার।' তৃণমূলকে নিশানা করে আক্রমণ করেছে সিপিএমও।
DA আন্দোলন নিয়ে বিরোধী দলকে জবাব দিয়েছেন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এদিকে রবিবার অসুস্থ হয়ে পড়েন একজন অনশনকারী-সহ দুই আন্দোলনকারী।
আরও পড়ুন: জগদ্দলে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ, প্রাণ বাঁচালেন থানায় ঢুকে !