দুবাই: অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) বিরুদ্ধে ভারত (Indian Cricket Team) নয়াদিল্লিতে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট ছয় উইকেটে জিতে নিয়েছে। রবীন্দ্র জাডেজার বিধ্বংসী স্পেলের পর চেতেশ্বর পূজারার অপরাজিত ৩১ রানের ইনিংসে ভারত জয় সুনিশ্চিত করে। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (World Test Championship Final 2023) দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় দল। তবে ভারতের ফাইনাল খেলা কিন্তু এখনও নিশ্চিত নয়।


বর্তমান পরিস্থিতি


বর্তমানে ভারতীয় দল চ্যাম্পিয়নশিপ তালিকায় অস্ট্রেলিয়ার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে। পয়েন্ট শতাংশের নিরিখেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। ভারত নয়াদিল্লিতে জয়ের পরেই এই শতাংশ গিয়ে ৬১.৬৬ থেকে বেড়ে ৬৪.০৬ হয়। অপরদিকে, এখনও শীর্ষে থাকলেও, অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ৭০.৮৩ থেকে কমে ৬৬.৬৭ হয়। দ্বিতীয় টেস্ট জিতে বর্ডার-গাওস্কর ট্রফি ভারতীয় দল নিজেদের দখলে রাখতে পারলেও ভারতকে ফাইনালে পৌঁছতে এখনও কিন্তু চলতি সিরিজের আরেকটি ম্যাচ জিততে হবে।


কোন পথে ফাইনালে?


কারণ লিগ তালিকায় শ্রীলঙ্কার এখনও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট খেলা বাকি। সেই দুই টেস্টে দ্বীপরাষ্ট্র জিতলে ভারতকে পিছনে ফেলে দিয়ে তালিকায় এগিয়ে যেতে পারে। তাই বর্ডার-গাওস্কর ট্রফির আরেকটি ম্যাচ জেতা টিম ইন্ডিয়ার জন্য জরুরি। অবশ্য ভারত এই ম্যাচ জেতায় চ্যাম্পিয়নশিপের তালিকায় চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা কিন্তু ফাইনালে পৌঁছনোর দৌড় থেকে ছিটকে গিয়েছে। অপরদিকে, অস্ট্রেলিয়া বর্তমানে তালিকায় শীর্ষে থাকলেও, তাদের ফাইনালে পৌঁছনোও নিশ্চিত নয়।


বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দল যদি প্যাট কামিন্সদের হোয়াইটওয়াশ করতে পারে এবং শ্রীলঙ্কা যদি কিউয়িদের দুই টেস্টেই হারায়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া নয়, বরং দ্বিতীয় স্থানে থেকে শ্রীলঙ্কাই চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ পাবে। প্রসঙ্গত, সদ্যই আইসিসির তরফে জানানো হয়েছে ৭ থেকে ১১ জুন লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। ৬৯টি ম্যাচ ও ২৭টি সিরিজের পরেই ২০২১ থেকে ২০২৩ সার্কেলের টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। ভারতীয় দল আগেরবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে পরাজিত হয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল সেই হারের ক্ষত মুছে ফেলা সুযোগ পান কি না, সেটা জানাতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে।


আরও  পড়ুন: পরপর ব্যর্থতা সত্ত্বেও রাহুলের পাশেই, কারণ খোলসা করলেন রোহিত