কলকাতা: ১৭ দিনে পড়ল, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান (DA Agitation)। এরইমধ্যে, শুক্রবার থেকে অনশন শুরু করেছেন ৪ আন্দোলনকারী। সরকারের ওপর চাপ বাড়াতে কাল ফের কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান: লাগাতার আন্দোলন, অনশন কর্মসূচি,বকেয়া DA-র দাবিতে রাজপথে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে, সোমবার, জরুরি পরিষেবা বজায় রেখে ফের কর্মবিরতির ডাক দিলেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, হাসপাতালের এমার্জেন্সি পরিষেবা ছাড়া, সমস্ত কর্মী, পুরসভা-পঞ্চায়েতের কর্মী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষাকর্মীদের কর্মবিরতিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে না যেতে অনুরোধ করা হয়েছে। অন্য় সরকারি কর্মচারীদের সই করে, কাজ না করার আর্জি জানানো হয়েছে।
কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির টানাপোড়েন চলছে বহু দিন ধরে। এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট রায়ে উল্লেখ করে, DA সরকারি কর্মীদের অধিকার। ওই মামলাতেই সরকারি কর্মীদের বকেয়া ডিএ ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। ১৫ মার্চ তার শুনানি হওয়ার কথা। এই পরিস্থিতিতে, বকেয়া DA-র দাবিতে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
রবিবার, বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান ১৭ দিনে পড়ল। এদিনও, শহিদ মিনার চত্বরে ছবিটা ছিল একই রকম। হাতে হাতে প্ল্যাকার্ড। মুখে মুখে স্লোগান। আন্দোলনের মাঝেই, শুক্রবার থেকে অনশন কর্মসূচি শুরু করেন ৫ আন্দোলনকারী। বকেয়া DA-র দাবিতে, একমাত্র সন্তান, স্বামীকে ছেড়ে ধর্নামঞ্চে অনশন করছেন, দুর্গাপুরের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষিকা সুজাতা সাহা। তবে, ব্য়ক্তিগত কারণে একজন অনশন কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর জেরে বিভিন্ন সরকারি পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন: Job Seekers Agitation: হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, ৭০০ দিনে SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন