কলকাতা: আজ ৭০০ দিনে পড়ল SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন (Job Seekers Agitation। আদালতের নির্দেশে বহু অযোগ্যের চাকরি বাতিল হলেও, তাঁদের চাকরি কবে হবে, জানতে চান আন্দোলনকারীরা। এদিন তাঁদের সঙ্গে দেখা করেন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস, সিপিএমের (CPIM) প্রতিনিধিরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।


SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন: কালো পোশাকে মহিলারা, অভিনব প্রতিবাদ পুরুষ চাকরিপ্রার্থীরাও। হাতে হাতে প্ল্যাকার্ড, মুখে মুখে স্লোগান। তুলে ধরা হয়েছে শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার অবস্থার অভিযোগ। সেই সঙ্গে আসল শিক্ষকের খোঁজে, রয়েছে এই পোস্টারও। স্কুলে নিয়োগের দাবিতে, গাঁধী মূর্তির পাদদেশে রবিবার, ৭০০ দিনে পড়ল SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন।                                  


কী বলছেন আন্দোলনকারীরা? 


আন্দোলনকারী চাকরিপ্রার্থী শহীদুল্লাহ্  বলেন, “আজ আমারা দুটো জিনিসকে তুলে ধরেছি, ম্যাডামরা কালো পোশাক পরেছেন, আর আমরা অর্ধউলঙ্গ রূপ তুলে ধরছি। কারণ গোটা বঙ্গে যেভাবে শিক্ষাবিভাগে নির্লজ্জতা চলছে, একটা কালো অধ্যায় চলছে, সেটা তুলে ধরার জন্য কালো পোশাক পরা হয়েছে, অন্যদিকে যেভাবে ন্যাকারজনক, লজ্জাজনক ঘটনা ঘটছে, অযোগ্য শিক্ষকরা চার বছর ধরে চাকরি করছেন, যোগ্য লোকেরা ৭০০ দিন ধরে পথে বসে আছেন।’’

কলকাতা হাইকোর্টের নির্দেশে, SSC-র গ্রুপ ডি পদ থেকে ১ হাজার ৯১১ জনের চাকরি গেছে। নবম-দশমে ৮০০-রও বেশি শিক্ষকের সুপারিশপত্র বাতিল করতে চলেছে SSC। কিন্তু, তাঁরা কবে চাকরি পাবেন? আন্দোলনের ৭০০ দিনে, সেই প্রশ্নই বারবার ঘুরে ফিরে এল রাস্তার ধারে বসে থাকা চাকরিপ্রার্থীদের মুখে। দিন যত বাড়ছে, আন্দোলনের ঝাঁঝ ততই জোরাল হচ্ছে। সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদও।  এদিন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস ও সিপিএমের প্রতিনিধিরা।


গাঁধী মূর্তির  অদূরে, শহিদ মিনার চত্বরে বকেয়া DA-এর দাবিতে ১৭ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে যৌথ সংগ্রামী মঞ্চ। এদিন তাঁদের প্রতিনিধিরাও, SLST-র আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে দেখা করেন। গিয়েছিলেন মিরাতুন নাহার-সহ কয়েকজন বিশিষ্টজনও।


এদিকে হাইকোর্টের নির্দেশে বাতিল শিক্ষাকর্মীদের শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ করল SSC। ১ হাজার ৯১১টি শূন্যপদে নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে থাকা ১ হাজার ৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও ওয়েটিং লিস্টের তালিকাও চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে, জানিয়েছে কমিশন। 


আরও পড়ুন: Jalpaiguri: স্কুলে 'প্রক্সি' শিক্ষক, শিক্ষাক্ষেত্রে নতুন দুর্নীতির অভিযোগ ডুয়ার্সে