অনির্বাণ বিশ্বাস, হিন্দোল দে, কলকাতা : বুধবারের কলকাতায় ( Kolkata ) ৬০০ মিটারের মধ্যে তিন-তিনটি হাইভোল্টেজ কর্মসূচি! শহিদ মিনার চত্বরে বকেয়া DA-র দাবিতে ৬২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেখান থেকে ৬০০ মিটার দূরে এদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । এর ডিএ মঞ্চ থেকে ১০০ মিটারের মধ্যে ছাত্র যুবদের নিয়ে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) ।
অভিষেকের সভা ও ডিএ আন্দোলন
অশান্তি এড়াতে আদালতের নির্দেশে DA ধর্নামঞ্চ ও TMCP-র সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছিল বাঁশ আর টিনের ব্যারিকেড। আন্দোলনকারীদের দাবি, এদিন কলকাতা পুলিশের তরফে তাঁদের আবেদন জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে থাকবেন, তখন মাইক বন্ধ রাখতে।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানালেন, ' পুলিশের ডিসিপি সাউথ এসে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে থাকবেন তখন যেন আমাদের মাইক বন্ধ রাখা হয়। আমরা বলি আদালতের নির্দেশে তেমন কিছু নেই। তাই মাইক বন্ধ করা হবে না। .... পুলিশ আদালতের ওপরও খবরদারি করছে।'
আমরা তো চাই দূরত্ব ঘুচে যাক : আন্দোলনকারী
বকেয়া DA-র দাবিতে ৬২ দিন ধরে আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চ। ৬০০ মিটার দূরেই মুখ্যমন্ত্রীর ধর্না দূরত্ব কি আদৌ ঘুচবে? ভাস্কর ঘোষ জানালেন, ' আমরা তো চাই দূরত্ব ঘুচে যাক। কিন্তু সরকার সদিচ্ছা দেখাচ্ছে না। মানুষ যখন এই দূরত্ব বাড়িয়ে দেবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না।'
ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে অনশন
পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে এদিন 'বিচিত্র গণ অনশন' পালন করেন আন্দোলনকারীরা। ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে করেন অনশন। ভাস্কর ঘোষ বলেন, 'আমাদের অনশন করে সকলের ওজন কমেছে। তাই একটু রিভার্স করলাম। চকোলেট খেয়ে যাতে ওজনটা একটু বাড়ে...'
এদিনও ধর্নামঞ্চে আসেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনি বলেন, ' মুখ্যমন্ত্রী এটুকু আসতে পারলেন না। কেন এসে সমাধান করছেন না। আমাদের কাছে খবর আছে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাহলে বাংলায় আগুন জ্বলবে। '
বৃহস্পতিবার মহাসমাবেশের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।