রুমা পাল, কলকাতা : ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ। পুনর্বিবেচনার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ২০ মে-র নির্দেশ বহাল রাখলেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। ২০ মে ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
আপাতত আগামীদিনে হাইকোর্টে নির্দেশমতো তিনমাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ না দেওয়ায় আদালত অবমাননার জন্য দায়ের হয়ে থাকা মামলারও শুনানি হবে। এবার দেখার সেই মামলা কোন পথে এগোয়। পাশাপাশি রাজ্য সরকার হাইকোর্টে ফের ধাক্কার পর কোন রাস্তায় এগোয়, সেটাও দেখার।
তিন মাসের মধ্যে ডিএ মেটাতে নির্দেশ
পরিসংখ্যান বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন DA পান তাঁদের মূল বেতনের ৩৪ শতাংশ। রাজ্যের কর্মীরা পান মূল বেতনের ৩ শতাংশ। সেই হিসেবে এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্যের কর্মীদের মধ্যে DA-র ফারাক ৩১ শতাংশ।
ঝলকে DA মামলা
- ২০১৮ সালের ৩১ অগাস্ট কলকাতা হাইকোর্ট রায় দেয়, DA সরকারি কর্মীদের অধিকার।
- ২০১৯’এর ২৬ জুলাই SAT নির্দেশ দেয়, ১ বছরের মধ্যে সরকারি কর্মীদের DA মেটাতে হবে।
- রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের SAT’এর দ্বারস্থ হয়।
- রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে SAT।
- তারপর রাজ্য সরকার হাইকোর্টে আবেদন জানায়।
- এবছরের ২০ মে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে বকেয়া DA মেটাতে হবে।
- সময়সীমা শেষের আগে, ১২ অগাস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে, হাইকোর্টে যায় রাজ্য।
- হাইকোর্টে রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ।
আরও পড়ুন- মিলবে বাড়তি ভরতুকি, উৎসবের মরসুমে মাসভর রেশন কার্ডগ্রাহকদের জন্য বাড়তি সুবিধা ঘোষণা