সুনীত হালদার, হাওড়া: সরগরম হাওড়া পুরসভা। এবার ওয়ার্ড পুনর্বিন্যাসের নির্দেশিকা ঘিরে হাওড়া পুরসভায় (Howrah Municipality) তুমুল তরজা। জেলাশাসকরে দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে প্রস্তাব রয়েছে, হাওড়া পুরসভাকে ৫০টি ওয়ার্ড থেকে ৬৬টি ওয়ার্ড করা হবে। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কোনওরকম আলোচনা না করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। পাল্টা শাসক দল তৃণমূলের দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাস করেই হাওড়ায় পুরভোটের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাহলে কি চলতি বছরেই হাওড়া পুরসভায় ভোট হতে চলেছে? জেলাশাসকের দফতর থেকে নতুন নির্দেশিকা প্রকাশের পর এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
কী প্রস্তাব?
দিন দুয়েক আগে, হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি ওয়ার্ড করার প্রস্তাব দিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করে জেলাশাসক দফতর। তৃণমূল নেতা (TMC Leader) ও সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, 'ওয়ার্ডের পুনর্বিন্যাসের মাধ্যমে ভোট প্রক্রিয়া শুরু হল।'
২০২১ সালের ১২ নভেম্বর, বিধানসভায় (Assembly) হাওড়া পুরসভা সংশোধনী বিল পাস হয়। ৫০ ওয়ার্ডের হাওড়া পুরসভা থেকে আলাদা করা হয় বালি পুরসভা। ২০১৮ সালের ডিসেম্বরে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু ভোট হয়নি। তার বদলে হাওড়া পুরসভার মাথায় বসানো হয় প্রশাসক। কোভিড পরিস্থিতির পর ফের সরগরম হয় হাওড়া পুরসভা। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রবল দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজ্য সরকার। হাওড়া পুরসভা (সংশোধনী) বিলে রাজ্যপালের সই নিয়ে টানাপড়েনের জেরে থমকে যায় ভোট প্রক্রিয়া। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করা নিয়েও শোরগোল হয়। এই প্রেক্ষাপটে এবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিরোধীদের অভিযোগ:
বিজেপির (BJP) অন্য়তম রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, 'গোটা ব্যাপারটা আইন মেনে হয়নি। উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।'
হাওড়া জেলা সিপিএমের (CPIM) সম্পাদক দিলীপ ঘোষ বলেন, 'মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু হাইকোর্টের রায় মানা হয়নি। তবে ভোট হলে লড়াই করব।'
অভিযোগ অস্বীকার করেছে শাসকদল:
বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। তৃণমূল নেতা ও সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, 'বিরোধী দলের কাছে তালিকা পাঠানো হয়েছে। কারও কোনও আপত্তি থাকলে তা তারা জানাতে পারেন। আলোচনা করা হবে।'
মেয়াদ শেষের পর প্রায় চার বছর পেরিয়েছে। এখনও ভোট হয়নি হাওড়া পুরসভায়। কবে হবে পুরভোট? অপেক্ষায় পুর এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: ব্যক্তিগত মালিকানার গাছ কাটতে এবার অনুমতি লাগবে বন দফতর থেকে