কলকাতা: সরকারি কর্মীদের বকেয়া DA-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।শুক্রবার রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। 'সুপ্রিম' শুনানির পর সংগ্রামী যৌথ মঞ্চের নিশানায় রাজ্য সরকার।

আরও পড়ুন, 'DA মামলায় হারবে সরকার জানত, কোটি কোটি টাকা খরচ করেছে, ওই টাকায় ১০ টি বড় হাসপাতাল তৈরি হত..' !

সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিক্রিয়া,'মাননীয়া বলেছিলেন, ঘেউ ঘেউ করবে না। অর্থাৎ আমাদেরকে, এই সরকারি কর্মচারীরা, যারা পশ্চিমবঙ্গটাকে, চালিয়ে নিয়ে যায়, তাঁদেরকে সারমেয়র সঙ্গে তুলনা করছিলেন। উনি বলতে চেয়েছিলেন DA টা দয়ার দান।আমি চাইলে দেব। না চাইলে দেব না। আজকে সুপ্রিম কোর্ট সপাটে চড়টা বসিয়েছেন গালে। এবং বুঝিয়ে দিয়েছে, ভুলভাল কথা , ভুল জায়গায় বলবে। ওই মন্ত্রীসভাতে বলবে।এখানে বলতে এসো না। এটা কর্মচারীদের সাংবিধানিক অধিকার।এই অধিকারটা যে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, তার জন্য আমরা গর্বিত। নিজেকে গর্ববোধ করছি, যে নিজেকে সরকারি কর্মচারীদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। কত পারসেন্ট হল, কত টাকা হবে, সেগুলি পরের কথা। কিন্তু এই যে অধিকারটা প্রতিষ্ঠা করতে পেরেছে, এটাই সবথেকে বড় পাওনা।'

তাঁদের সংযোজন 'এই সরকার, আমার আপনার, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে, সুপ্রিম কোর্ট অবধি গিয়েছে নাটক করার জন্য। ওই টাকাটাই সরকার উন্নয়ন করতে পারত। যদি সরকারের মতিগতি ভাল থাকে, তাহলে আর দয়া করে রিভিউ-তে যাবেন না। আবার চড় খাবেন, আবার হারবেন। আর জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করবেন ! তাই জনগণকেও বলব, সচেতন থাকুন।আমার , আপনার ট্যাক্সের টাকা সরকার এইভাবে নষ্ট করতে পারে না।সরকারকে দিতে হবে DA।' 

 শিক্ষা দফতরের কর্মী চন্দন চট্টোপাধ্যায়,সরকারের প্রতি এটাই বার্তা, এই ঘেউ ঘেউ করা প্রাণীগুলো কিন্তু জেগে উঠেছে। এরপর সাবধান। কামড়ালে জলাতঙ্ক। DA কি সরকারের দয়ার দান? না, DA সরকারি কর্মচারীদের অধিকার? বঙ্গে এ নিয়ে বিতর্ক বহুদিনের! ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৫ শতাংশ DA ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরেই তাঁর মুখে শোনা যায়, 'ঘেউ ঘেউ' শব্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের জানুয়ারি মাসে আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করতে পেরেছি বলে এবার আপনাদের ১৫ শতাংশ DA বাড়বে। ঘেউ ঘেউ, ফেউ ফেউ করে লাভ নেই। আমি ঘেউ ঘেউ, ফেউ ফেউকে ভয় পাই না। আমি জানি কোথায় কী করতে হবে। 

শুক্রবার সুপ্রিম কোর্ট যখন বকেয়া DA-এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল, তখন প্রায় ৮ বছর আগে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে টেনে আক্রমণের পথে হেঁটেছে সরকারি কর্মী সংগঠনের একাংশ। চন্দন চট্টোপাধ্যায় বলেন,রাজ্য সরকার যেটা বলেছিল যে, ঘেউ ঘেউ করবে না। আমার ইচ্ছে হলে দেব না হলে দেব না।আজকে প্রতিষ্ঠা হয়েছে DA-টা সরকারি কর্মচারীদের অধিকার। আর সরকারি কর্মচারীরা সারমেয় নয়। এখানে রাজ্য় সরকার অন্যায়ভাবে আটকে রেখেছে। সেটা আজকে সপাটে একটা চড় পড়েছে রাজ্য সরকারের গালে।