কলকাতা: রাজ্যের ৪ শতাংশ ডিএ (DA hike) ঘোষণাকে ললিপপ বলে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। X হ্যান্ডেলে পোস্ট করে তিনি দাবি করেছেন, 'লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য এটা ললিপপ। আদালতে যে মামলা চলছে সেখানে কড়া প্রশ্ন এড়ানোর জন্য এটা একটা কৌশল। এর থেকে বেশি কিছু নয়।' 


x হ্য়ান্ডেলের পোস্টে তাঁর আরও দাবি, কেন্দ্রীয় সরকার (Central Government) বছরে ২ বার ডিএ-এর হার সংশোধন করে। অল ইন্ডিয়া কনসিউমার প্রাইস ইনডেক্সের (Consumer Price Index) ১২ মাসের গড় হিসেব করে এগুলি নির্ধারিত হয়। প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই নতুন ডিএ হার ঘোষণা করা হয়। এখনই প্রায় ৪০ শতাংশ পার্থক্য রয়েছে কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর হারে। শুভেন্দুর দাবি, ২০২৪ সালের জানুয়ারিতে ফের ডিএ বাড়াতে পারে কেন্দ্র। তাহলে আবার কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর হারে ফারাক বেড়ে যাবে।


 






বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'মুখরক্ষার জন্য এসব করছেন। যেহেতু লোকসভা ভোট আসছে। ৪ শতাংশ দিয়ে কী হবে। কেন্দ্রে সমান সমান করতে হবে। সমকাজে সমবেতন, রাজ্য সরকার কেন দিতে পারবে না।' বিরোধী নেত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডিএ-বক্তব্যের কথা তুলে ধরে কটাক্ষ করেছেন তিনি। সুকান্তর তোপ, 'বিরোধী নেত্রী থাকার সময় তিনি বলেছিলেন যে সরকার নিজের কর্মীদের কেন্দ্রের হারে ডিএ দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।'


মুখ্যমন্ত্রীর ঘোষণা:
বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের জন্য আরও ডিএ ঘোষণা করলেন অ্যালেন পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, '৪ শতাংশ ডিএ-র জন্য ২ হাজার ৪০০ কোটি খরচ হবে। উপকৃত হবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী।' তিনি আরও জানান, এটা বাধ্যতামূলক নয়, ডিএ ঐচ্ছিক। কোষাগারে টান থাকা সত্ত্বেও কর্মী ও তাঁদের পরিবারের কথা ভেবেই ডিএ ঘোষণা করা হল বলে জানালেন তিনি।  পে কমিশন থাকলেও, আমরা এটা বাড়তি দিই, দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্র ও রাজ্যের সার্ভিস রুল আলাদা, সেটাও স্মরণ করিয়েছেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: বর্ষশেষের আগে সুখবর! ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ রাজ্যের