পার্ল: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অভিষেক ঘটিয়েছিলেন রিঙ্কু সিংহ। আজ সিরিজ নির্ণায়ক ম্যাচে (IND vs SA 3rd ODI) আরেক ভারতীয় তারকার অভিষেক ঘটতে চলেছে। তিনি রজত পাতিদার (Rajat Patidar)। রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) বদলে ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পেলেন রজত পাতিদার। রুতুরাজের মতো তাঁর জায়গায় সুযোগ পাওয়া পাতিদারও এই ম্যাচে ভারতের হয়ে ব্যাটিং ইনিংস ওপেন করছেন।


দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন রুতুরাজ। সেই কারণে ম্যাচে ফিল্ডিংও করেননি তিনি। সেই চোটের কারণেই এই ম্যাচে রুতুরাজের খেলা হচ্ছে না বলে জানান ভারতীয় অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। ম্যাচে টসের পর তিনি বলেন, 'রুতুরাজের আঙুলের চোটের কারণে ও এই ম্যাচ খেলতে পারছে না। (যুজবেন্দ্র) চাহাল খেলছেন না। কুলদীপ যাদবকে এই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। ওর জায়গায় ওয়াশিংটন সুন্দর একাদশে সুযোগ পাচ্ছে।' পাতিদার আজই নিজের ওয়ান ডে অভিষেক ঘটালেও তিনি কিন্তু বেশ অভিজ্ঞ। ৩০ বছর বয়সি ভারতীয় ব্যাটার ৫৬টি লিস্ট এ ম্যাচ খেলে ১৯৬৩ রান করেছেন। জাতীয় দলের অভিষেকে তিনি প্রভাবিত করতে পারেন কি না, সেটা দেখার বিষয় হবে।


দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাটে নেমে সিংহভাগ ভারতীয় তারকাই রান পাননি। ম্যাচ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সিরিজ নির্ণায়ক এই ম্যাচেও টস জিতে ফের একবার ভারতীয় দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মারক্রাম। তবে এই নিয়ে খুব একটা চিন্তিত হতে নারাজ রাহুল। তাঁর মতে এই মাঠে অনেকক্ষণ আলো থাকে, তাই কে আগে ব্যাট করছে, কে পরে, তাতে খুব একটা পার্থক্য হবে না।


রাহুল বলেন, 'এখানে অনেক পরে আলো জ্বলে। তাই এটা খুব একটা চাপের বিষয় হবে বলে আমার মনে হয়না। শেষ ম্যাচে আমরা কিন্তু ঠিকঠাক জায়গায় ছিলাম। শেষের ১৫ ওভারেই ম্যাচে পিছিয়ে যাই। ওই ১৫ ওভার আমাদের আরও ভালভাবে কাজে লাগানো উচিত ছিল।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: অভিষেক ঘটাচ্ছেন পাতিদার, সিরিজ নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্য়াট করবে ভারত