সত্যজিৎ বৈদ্য, কলকাতা: বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ধর্নামঞ্চে অসুস্থ আরও এক আন্দোলনকারী। তাঁকে ইতিমধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বকেয়া ডিএর দাবিতে একমাস ধরে চলছে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের অনশন আন্দোলন। এর আগেও ডিএ-ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত এক আন্দোলনকারী। অসুস্থ দীপঙ্কর মুখোপাধ্যায়কে ভর্তি করা হয় সল্টলেকের হার্ট ক্লিনিকে। উল্লেখ্য, গত শনিবার ৪৪তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান আন্দোলন।
উল্লেখ্য, রহস্যময় পোস্টার নিয়ে আজ কার্যত সরগরম ডিএ ধর্নামঞ্চ । নাটক বন্ধ না করলে মঞ্চ ওড়ানোর হুমকি দেওয়া হয়েছে পোস্টারে। এই নিয়ে ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন DA-আন্দোলনকারীরা। গতকাল সরকারি কর্মীদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম। সেই একই শব্দবন্ধ পোস্টারে ব্যবহার হওয়ায় নেপথ্যে রাজনৈতিক ইন্ধন? প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। যদিও গতকাল রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধর্না-অবস্থান আজ ৪৬ দিনে পড়ল। অনশন আন্দোলনের ৩২ তম দিন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনশন তুলে নেওয়ার অনুরোধ জানালেও, রাজ্য সরকার সদর্থক ভূমিকা না নিলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
বকেয়া ডিএর দাবিতে চলছে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের অনশন আন্দোলন। এর আগেও ডিএ-ধর্নামঞ্চে ফের অসুস্থ হয়ে পড়লেন অনশনরত এক আন্দোলনকারী। অসুস্থ দীপঙ্কর মুখোপাধ্যায়কে ভর্তি করা হল সল্টলেকের হার্ট ক্লিনিকে। শনিবার ৪৪ তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান আন্দোলন। তারও আগে ডিএ-ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন অনশনরত এক আন্দোলনকারী। শ্বাসকষ্টজনিত কারণে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে ভর্তি করা হয় সল্টলেকের হার্ট ক্লিনিকে। কলকাতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।হার্ট ক্লিনিকে নিয়ে আসার পথে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা।বর্তমানে স্থিতিশীল রয়েছেন ভাস্কর ঘোষ।
পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তারপরেই অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়ে DA আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ট্যুইটে বিরোধী দলনেতা লেখেন, অনির্দিষ্টকাল অনশনকারী রাজ্য সরকারি কর্মীদের মাননীয় রাজ্যপালের অনুরোধ বিবেচনা করে অনশন তুলে নেওয়ার আবেদন জানাচ্ছি। আপনারা আন্দোলন চালিয়ে যান। কারণ আপনাদের দাবিগুলি ১০০% বৈধ। রাজ্য সরকার সেগুলি মানতে বাধ্য। ট্যুইটে লেখেন শুভেন্দু অধিকারী।