আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল,  কলকাতা: DA-আন্দোলনের আবহে নবান্নের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক (DA Protests)। প্রতিবাদ জানিয়ে মহাকরণে বিক্ষোভ দেখাল সংগ্রামী যৌথ মঞ্চ। বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মীদের অধিকার হরণের চেষ্টা করছে রাজ্য সরকার, এমনই অভিযোগ DA আন্দোলনকারীদের (Nabanna Notifications)।


মহার্ঘভাতার দাবিতে একটানা আন্দোলন চলছেই। সেই আবহেই নবান্নের তরফে জোড়া বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ওই বিজ্ঞপ্তির বিরোধিতা করে এ বার বিক্ষোভ দেখালেন সরকারি কর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের একজন বলেন, "কালা সার্কুলার জারি করে ট্রেড ইউনিয়নের অধিকার হরণ...সমস্ত রকম প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।"


বকেয়া DA-এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লাগাতার আন্দোলনের আবহে, সরকারি কর্মচারীদের উদ্দেশে দুটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। এর মধ্যে প্রথমটিতে বলা হয়, সোমবার পেন ডাউন কর্মসূচিতে শামিল হলে ব্যবস্থা নেওয়া হবে। আর দ্বিতীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, টিফিন টাইমে অফিসের বাইরে গিয়ে অন্য কোনও কাজ করতে পারবেন না সরকারি কর্মীরা।


আরও পড়ুন: Tapas Roy : যোগ্যতায় আমার ধারেকাছে নেই এমন লোক মন্ত্রী হয়েছে, ফের বিস্ফোরক তাপস রায়


এই বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করেছেন সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চ প্রশ্ন তোলে, পেন ডাউনের যে কর্মসূচি ঘোষণাই হয়নি, তার প্রেক্ষিতে কী করে বিজ্ঞপ্তি জারি হল? প্রতিবাদে সোমবার মহাকরণে বিক্ষোভ দেখান রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের বক্তব্য, "শনিবার দু'টো কালা আইন বার করেছে। টিফিন টাইম নিজস্ব, যা কিছু করতে পারি...মিটিং মিছিল করতে দেবে না।"


এ নিয়ে যদিও নিজের অবস্থানেই অনড় রাজ্য সরকার। বিরোধী শিবির সরকারি কর্মীদের পাশে দাঁড়ালেও, বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তারা। রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, "অফিস টাইমের পর যা খুশি করুন...টিফিন টাইমে কারও অসুবিধা করা যাবে না...ওই সময় বিশ্রাম নেওয়া ভাল।"


তবে ঝাঁঝ কমাতে নারাজ সরকারি কর্মীদের একাংশ। রাজ্য সরকারের কাছে অবিলম্বে জোড়া বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছেন DA- আন্দোলনকারীরা। 


বকেয়া ডিএ-র দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে শনিবার রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে জারি করা নবান্নের দুটি বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দানা বেধেছে। সোমবার কোনও পেন ডাউন কর্মসূচির ঘোষণা করেননি DA আন্দোলনকারীরা। যে কর্মসূচি ঘোষণাই হয়নি, তার প্রেক্ষিতে কী করে বিজ্ঞপ্তি জারি হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। সরকারের তরফে শনিবার যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তা তারা মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।