মুন্না আগরওয়াল, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের দোমুথা এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি, রবিবার রাতে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরোন ওই যুবক। তারপর আর তিনি ফিরে আসেননি। পরে বাড়ির বেশ কিছুটা দূরে বিএসএফ ক্যাম্পের কাছে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবার। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত ঘোষণা করেন। পুরনো কোনও বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। 


স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম মঞ্জুরুল হোসেন( ২৬)। তাঁর বাড়ি দোমুথা এলাকাতেই। পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন মৃত যুবক। তাঁর বাড়িতে আছেন স্ত্রী ও দুই সন্তান।


পরিবার সূত্রে খবর, গতকাল রাতে বাজার থেকে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন মঞ্জুরুল। সেই সময় এলাকার বেশ কয়েকজন যুবক তাঁকে ধরে নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই যুবকের।


আজ ভোরে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় ওই এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। এরপর মৃত যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন যুবককে।


এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণেএই যুবককে পিটিয়ে খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই খুন করা হয়েছে এই যুবককে। চিকিৎসক এই যুবককে মৃত ঘোষণা করার পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।


মৃত যুবকের দাদা আয়ুব আলি দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার বিচার চান। প্রতিবেশীরাও এই ঘটনায় হতবাক। কেন এই যুবককে এভাবে খুন করা হল, সেটা কেউই বুঝতে পারছেন না বলে জানিয়েছেন।